বিশ্বকাপ জিতেই ছিটকে পড়লেন ইংলিশ পেসার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৭ জুলাই ২০১৯

বিশ্বকাপ ফাইনালে নিজের পুরো ১০ ওভারই পূর্ণ করেছিলেন। দলের সঙ্গে আনন্দ উল্লাসেরও সঙ্গী হয়েছিলেন। কিন্তু বিশ্বকাপ জেতার পরই চোট নিয়ে দুঃসংবাদ শুনতে হলো ইংলিশ পেসার মার্ক উডকে।

সুপার ওভার আর নাটকীয়তায় ঘেরা ফাইনালে নিজের ওভার কোটা পূর্ণ করার পরপরই মাঠ ছেড়ে যান মার্ক উড। এবার জানা গেল, কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে ডারহামের এই পেসারকে। সমস্যা, সাইড স্ট্রেনের।

এতে করে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন টেস্ট ম্যাচটিতে খেলতে পারবেন না উড। ১ আগস্ট এজবাস্টনে শুরু অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেও থাকবেন দলের বাইরে।

শুধু উড নন, বিশ্বকাপ জিতে চোটের কবলে পড়েছেন ইংল্যান্ডের ফাইনালের অন্যতম নায়ক জোফরা আর্চার। ক্যারিবীয় বংশোদ্ভূত এই ইংলিশ পেসারও পড়েছেন সাইড স্ট্রেনের সমস্যায়।

২৪ বছর বয়সী আর্চারের অবশ্য এখন টেস্ট অভিষেক হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের স্কোয়াডেও তিনি নেই। এই ফাঁকে জন্মভূমি বার্বাডোজ থেকে ঘুরে আসবেন এই পেসার। অ্যাশেজের আগেই ইংল্যান্ডে ফিরবেন। কপাল ভালো থাকলে এবার টেস্ট অভিষেকটাও হয়ে যেতে পারে তার।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।