নিউজিল্যান্ডকে সহানুভূতি জানালেন বাটলারও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১০ পিএম, ১৫ জুলাই ২০১৯

২৭ বছর ফাইনালে খেলতে নেমেছিলো ইংল্যান্ড। এর আগেও তিনবার উঠেছিলো বটে; কিন্তু কোনোবারই শিরোপার দেখা পায়নি তারা। চতুর্থবারের এসে ভাগ্যের শিঁকে ছিড়েছে তাদের। গতকাল (রোববার) নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশরা।

হারিয়ে বললে আসলে ভুল হবে। নিউজিল্যান্ড তো ফাইনালে হারেইনি। নির্ধারিত ৫০ ওভার খেলার পর ম্যাচ টাই হওয়ায় গড়ায় সুপার ওভারে। সেটাও হয় টাই। রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষ পর্যন্ত ইংল্যান্ড জয় পায় বাউন্ডারি বেশি হাঁকানোর কারণে। ম্যাচ ও সুপার ওভার দুই জায়গায়ই সমান রান করেও হেরে যায় কিউইরা।

নিউজিল্যান্ড হেরেছে, এমন কথা বলতে নারাজ ইংল্যান্ডের ব্যাটসম্যান জশ বাটলারও। তিনি বলেন, ‘এই ম্যাচে কোনো দলেরই হার প্রাপ্য নয়। এমন অসাধারণ ম্যাচের কৃতিত্ব নিউজিল্যান্ডেরও। তাদের হারটা প্রাপ্য নয়।’

বিশ্বকাপ ইতিহাসেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিলো সুপার ওভার। যেখানেও হয়েছে টাই। আর এই পুরো ঘটনার অংশ জশ বাটলারও। সুপার ওভারের শেষ বলে তিনিই রানআউট করেছেন মার্টিন গাপটিলকে। ম্যাচের পরও সে ঘোর কাটেনি তার। এখনও তিনি বিশ্বাস করতে পারছেন না ওই ঘটনা।

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় এটা অনেকেরেই দেখা ক্রিকেট ইতিহাসের সেরা ম্যাচগুলোর একটি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। শেষদিকের কিছু বাউন্ডারিই আমাদের শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে সহায়তা করেছে।’

এমএইচবি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।