ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ জেনে নিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৪ জুলাই ২০১৯

গেল বিশ্বকাপের ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে যা কিউইদের সেরা পারফরম্যান্স। তবে দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার কাছে নাজেহাল হয়ে শেষ পর্যন্ত শিরোপা ছোঁয়া হয়নি ব্রেন্ডন ম্যাককালামের দলের। রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

চার বছর পেরোনোর পর আরও একটি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে হয়তো খোদ ব্ল্যাকক্যাপরাও ভাবেনি টানা দ্বিতীয়বার ফাইনালে উঠবে তারা। তবে সবাইকে চমকে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে লর্ডসের টিকিট কাটে কিউইরা।

নিউজিল্যান্ডের কাছে এটি দ্বিতীয় ফাইনাল হলেও প্রতিপক্ষ ও স্বাগতিক দেশ ইংল্যান্ডের কাছে এটি চতুর্থ ফাইনাল। তারাও নিউজিল্যান্ডের মতো কখনই শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। ক্রিকেটের জনক হলেও ফাইনালে আসলেই তারা খেই হারিয়ে ফেলে। ফলাফল প্রতিবার শিরোপা না পাওয়ার আক্ষেপে পুড়তে হয় তাদের।

কিন্তু এবার ঘরের বিশ্বকাপ বিধায় আত্মবিশ্বাসী ইংলিশরা। চতুর্থবারে এসে ট্রফি জিততে মরিয়া রয়-বেয়ারস্টো-রুট-ওকস-মরগ্যানরা। অবশ্য ছেড়ে কথা বলার মতো দল নয় নিউজিল্যান্ডও। দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেই কাজের কাজটি সেরে ফেলছে বদ্ধপরিকর গাপটিল-উইলিয়ামসন-বোল্টদের নিউজিল্যান্ড।

ফাইনাল ম্যাচের আগে যথাযথ প্রস্তুতি নেয়া শেষ এ দু'দলেরই। রণকৌশল সাজানোও শেষ তাদের। এবার শুধু মাঠের লড়াই শুরু হওয়ার পালা। সেই মাঠের লড়াই শুরুর আগে চলুন এই দুই ফাইনালিস্টের সম্ভাব্য একাদশ জেনে নেয়া যাক :

ইংল্যান্ড : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট। আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিয়ানায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন।

এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।