ভারতকে শঙ্কায় ফেলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, তবে...

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৯ জুলাই ২০১৯

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ (মঙ্গলবার) লড়াই করছে ভারত এবং নিউজিল্যান্ড। মাঠের লড়াই শুরু হওয়ার আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইনিংসের শুরু থেকেই কিউই ব্যাটসম্যানদের খুব চাপে রাখে ভারতীয় বোলাররা। যার কারণে দলীয় ২ রানের মাথায় ওপেনার মার্টিন গাপটিলের উইকেট পেয়ে যান পেসার জসপ্রিত বুমরাহ। শুরুর এই ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন দুই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস; কিন্তু দলীয় ৭০ রানে রবিন্দ্র জাদেজার বলে নিকোলস আউট হলে আবারো বিপদে পড়ে কিউইরা।

তবে আসল বিপদের সম্মুখীন হতে যাচ্ছিল ভারত। কারণ, ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন দলটির অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইনিংসের ১৬তম ওভারে বল করতে গিয়ে ডান পায়ে হালকা ব্যাথা অনুভব করেন তিনি। সেই ওভারের বাকি থাকা দুই বলের কোটা পূরণ করে বেশ তড়িগড়ি করেই ড্রেসিংরুমের পথ ধরেন এই অলরাউন্ডার।

এরপর ২৭তম ওভারে আবার মাঠে নেমে আসেন তিনি। পান্ডিয়া মাঠে নেমে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারতীয় সমর্থকরা।

কারণ, পান্ডিয়া যদি মাঠে না নামতে পারতেন, তাহলে সেটি হতে পারতো ভারতের জন্য বড় এক ধাক্কা। আপাতত সেই শঙ্কা মুক্ত এখন বিরাট কোহলিরা।

মাঠের বাইরে যাওয়ার আগে ৪ ওভার বল করেছিলেন তিনি। মাঠে নামার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত আরও ৩ ওভার বল করেন তিনি।

এএইচএস/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।