‘ধোনি নয়, যুবারাজই হতো ভারতের অধিনায়ক’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০৯ জুলাই ২০১৯

কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যুবরাজ সিং। শুধু বিশ্বকাপই জেতেননি তিনি, ২০১১ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যুবরাজ জিতে নেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও।

তবে যুবরাজের ক্যারিয়ার আরেকটু রঙিন না হওয়ার পেছনে সবসময়ই ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দায়ী করে থাকেন তার বাবা যোগরাজ সিং। কিছুদিন আগেও যুবরাজ সম্পর্কে ধোনিকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন যোগরাজ।

এবার আবারও সমালোচনায় মাতলেন তিনি। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ‘ধোনি নয় ওই সময় (২০০৭ সালে) তার সিনিয়র যুবরাজেরই অধিনায়ক হওয়া উচিত ছিলো।’

ভারতের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জয় করেছেন ধোনি, তবুও যোগরাজের দাবি অধিনায়ক হওয়ার জন্য যুবরাজই ছিলেন সঠিক ব্যক্তি। বিসিসিআইয়ের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, ‘অধিনায়ক হওয়ার জন্য সে সময় যুবরাজই সঠিক ছিলো; কিন্তু আপনি তার চেয়ে দেরিতে দলে আসা একজনের কাছে দায়িত্বটা তুলে দিয়েছেন।’

এবারের বিশ্বকাপের দলেও আছেন ধোনি। যদিও এবার আর অধিনায়কের দায়িত্ব তার কাঁধে নেই। তবে যুবরাজের বাবা জানিয়েছেন, ভারতীয় দলের সব ক্রিকেটারই তার কাছে সন্তানের মতো। তিনি বিশ্বাস করেন এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে ভারতই।

যোগরাজ আরো বলেন, ‘ভারতের সব ক্রিকেটাররাই আমার কাছে সন্তানের মতো। আপনি জীবনের সব ক্ষেত্রেই ভালো ও খারাপ মানুষের দেখা পাবেন। আমি আশা করি আমরাই এবারের বিশ্বকাপের শিরোপা জয় করবো।’

সম্প্রতি বিসিসিআইয়ের প্রতি ক্ষোভের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া আমবাতি রাইডুর ব্যাপারেও কথা বলেছেন যোগরাজ। তিনি বলেন, ‘ রাইডু, আমার সন্তানের মতো। সে দ্রুততার সাথেই এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি বলবো, তুমি অবসর থেকে ফিরে আসো এবং দেখিয়ে দাও তুমি কী করতে পারো। এমন অশ্লীলতা ও ধোনির মতো মানুষকে কেউ মনে রাখবে না।’

এমএইচবি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।