নিউজিল্যান্ডকে চাপে রেখেছেন ভারতীয় বোলাররা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৯ জুলাই ২০১৯

রানও উঠছে না, উইকেটও পড়ছে না। ভারতীয় বোলারদের হাত খুলে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে শুরুর ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন কেন উইলিয়ামসন আর হেনরি নিকোলস।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। শুরু থেকেই ভারতীয় পেসাররা চেপে ধরেন কিউই দুই ওপেনারকে। ৩.৩ ওভারের জুটিতে মাত্র ১ রান উঠতেই সাজঘরের পথ ধরেন মার্টিন গাপটিল।

জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত এক ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে স্লিপে বিরাট কোহলির ক্যাচ হন গাপটিল। তবে তারপর থেকে বেশ দেখেশুনে দলকে এগিয়ে নিচ্ছেন উইলিয়ামসন আর নিকোলস। দ্বিতীয় উইকেটে এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন আছেন ৫১ রানে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। উইলিয়ামসন ২৬ আর নিকোলস ২৩ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।