পরিসংখ্যানে ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৯ জুলাই ২০১৯

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ (মঙ্গলবার)। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এখান থেকে জয়ী দলই আগামী ১৪ জুলাই লর্ডসে ফাইনাল খেলবে শিরোপা হাতে তোলার জন্য। যে কারণে জয়ের কোনো বিকল্প নেই দু'দলেরই সামনে।

চলুন ম্যাচ শুরুর আগে ওয়ানডে ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াইয়ের সকল পরিসংখ্যান জেনে নেয়া যাক :

১. ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি ১৬০ দেখায় ভারতের জয় ৫৫ ম্যাচ, অন্যদিকে নিউজিল্যান্ড জিতেছে ৪৫ ম্যাচ। বাকি ৬ ম্যাচের ৫টি পরিত্যক্ত ১টি ফলহীন।

২. বিশ্বকাপে ৮ বারের মুখোমুখি দেখায় ভারতের চেয়ে ১ জয় বেশি নিউজিল্যান্ডের। টিম ইন্ডিয়ার জিতেছে যেখানে ৩ ম্যাচ, সেখানে কিউইদের জয় ৪ ম্যাচে। বাকি১ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

৩. দলীয় সর্বোচ্চ-
ভারত : ৩৯২/৪, ক্রাইস্টচার্চ, ০৮ মার্চ ২০০৯
নিউজিল্যান্ড : ৩৪৯/৯, রাজকোট, ৫ নভেম্বর ১৯৯৯

৪. দলীয় সর্বনিম্ন-
নিউজিল্যান্ড : ৭৯/১০, বিশাখাপত্তম, ২৯ অক্টোবর ২০১৬
ভারত : ৮৮/১০, ডাম্বুলা, ১০ আগস্ট ২০১০

৫. বড় ব্যবধানে জয়-
নিউজিল্যান্ড : ২০০ রান, ডাম্বুলা, ১০ আগস্ট ২০১০
ভারত : ১৯০ রান, বিশাখাপত্তম, ২৯ অক্টোবর ২০১৬
নিউজিল্যান্ড : ১০ উইকেটে, মেলবোর্ন, ১০ জানুয়ারি ১৯৮১
ভারত : ৯ উইকেট, নাগপুর, ৩১ অক্টোবর, ১৯৮৭

৬. ছোট ব্যবধানে জয়-
ভারত : ১ রান, ওয়েলিংটন, ৬ মার্চ ১৯৯০
নিউজিল্যান্ড : ৬ রান, দিল্লি, ২০ অক্টোবর ২০১৬
ভারত : ১ উইকেটে, অকল্যান্ড, ১১ জানুয়ারি ২০০৩
নিউজিল্যান্ড : ৩ উইকেটে, ব্রিসবেন, ২১ ডিসেম্বর, ১৯৮০

৭. সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ-
শচীন টেন্ডুলকার (ভারত) : ৪১ ইনিংসে ১৭৫০ রান
নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড) : ২৯ ইনিংসে ১২০৭ রান

৮. সেরা ইনিংস :
শচীন টেন্ডুলকার (ভারত) : ১৮৬* রান, হায়দরাবাদ, ৮ নভেম্বর ১৯৯৯
নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড) : ১২০ রান, রাজকোট, ৫ নভেম্বর ১৯৯৯

৯. সেরা গড় :
বিরাট কোহলি (ভারত) : ২২ ইনিংসে ৬৮.৫২
টম লাথাম (নিউজিল্যান্ড) : ১২ ইনিংসে ৫৮.৩০

১০. সর্বোচ্চ ব্যক্তিগত উইকেট
জাভাগাল শ্রীনাথ : ৩০ ইনিংসে ৫১ উইকেট
কাইল মিলস (নিউজিল্যান্ড) : ২৯ ইনিংসে ৩২ উইকেট

১১. সেরা বোলিং :
শেন বন্ড (নিউজিল্যান্ড) : ৬/১৯, বুলাওয়ে, ২৬ আগস্ট ২০০৫
অমিত মিশ্র (ভারত) : ৫/১৮, বিশাখাপত্তম, ২৯ অক্টোবর, ২০১৬

১২. সেরা ইকোনমি- (সর্বনিম্ন ২০ ম্যাচ)
স্যার রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) : ৩.৩৬
কপিল দেব (ভারত) : ৩.৪৪

১৩. সর্বোচ্চ ডিসমিসাল-
নয়ন মঙ্গিয়া (ভারত) : ২২ ইনিংসে ৩৬
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) : ১৮ ইনিংসে ২৬

এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।