নিজ থেকে অধিনায়কত্ব ছাড়ছেন না সরফরাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৮ জুলাই ২০১৯

পাকিস্তানের জন্য এবারের বিশ্বকাপটা যেমন খুব ভালো কাটেনি, তেমনি কাটেনি খুব খারাপও। প্রথম পাঁচ ম্যাচে মাত্র ১ জয়ে খাঁদের কিনারায় থাকলেও, শেষ চার ম্যাচের সবক'টিতে জিতে আবার সম্মানজনক অবস্থায় থেকেই বিশ্বকাপ মিশন শেষ করে পাকিস্তান। তবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় আগে-ভাগেই যুক্তরাজ্য ছাড়তে হয়েছে তাদের।

এদিকে আজ (সোমবার) নিজ দেশে ফেরে পাকিস্তান ক্রিকেট দল। দেশে পৌঁছাতেই পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের কাছে গণমাধ্যমের প্রশ্ন দলের দলের এই ব্যর্থতার পর কি অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি?

দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও এখনই নিজ থেকে অধিনায়কত্ব ছাড়তে চান না সরফরাজ। তিনি পুরো বিষয়টিই ছেড়ে দিয়েছেন বোর্ডের হাতে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করবে পরবর্তী অধিনায়ক কে হবেন। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন তবে ব্যক্তিগতভাবে আমি বলবো, আমি দলের ক্রিকেটারদের এখন বেশ ভালো করে চিনি। এদের মধ্যে বেশিরভাগই তরুণ। যদি বিশ্বকাপে আমাদের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি তবে এই দলকে আমি অন্য পর্যায়ে পৌঁছে দিতে পারবো।’

সরফরাজ আরও বলেন, ‘সামনের বছরই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমার চোখ এখন সেদিকেই। আমি জানি আমাকে যদি সুযোগ দেয়া হয় তবে একটা দল হিসেবে আমাদের অনেক উন্নতি হবে।’

বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে সরফরাজকে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, ‘আমি আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং আমাদের সেমিফাইনালে যাওয়া উচিত ছিল। কিন্তু পুরো টুর্নামেন্ট আর ইংল্যান্ডের কঠিন কন্ডিশনের কারণে আমরা যা করেছি তাই সম্মানজনক।’

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।