ছুটির আবেদনই করেননি সাকিব!

আরিফুর রহমান বাবু
আরিফুর রহমান বাবু আরিফুর রহমান বাবু , বিশেষ সংবাদদাতা লন্ডন থেকে
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৭ জুলাই ২০১৯

বাংলাদেশে গুজব আর গুঞ্জনের শেষ নেই। জাতীয় দল দেশে পা রাখার আগেই গুজব ছড়িয়ে পড়েছে সাকিব শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের সিরিজ খেলবেন না। এমনকি ক্রিকেট সম্পর্কিত ভারতভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকবাজের উদ্বৃতি দিয়ে বাংলাদেশেও এ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে।

ক্রিকবাজের মূল নিউজে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর উদ্বৃতিও দেয়া হয়েছে। বলা হয়েছে, সাকিব নাকি খুব ক্লান্ত এবং তিনি হজ পালন করতে যাবেন। তাই ছুটি চেয়ে আবেদন করেছেন।

ক্লান্ত, অবসাদ কিংবা পারিবারিক কারণ বা ব্যক্তিগত প্রয়োজনে কোন ক্রিকেটার ছুটির আবেদন করতেই পারেন। তবে সেটারও নিয়ম আছে। প্রথম জানাতে হয় ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে। সাকিব এখন পর্যন্ত মানে এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত সে আবেদন করেননি।

বাংলাদেশ সময় বিকেল ৫টায় (আজ রোববার লন্ডন সময় বেলা ১২টায়) এ প্রতিবেদকের সাথে ম্যানচেস্টারে বসে মুঠোফোনে আলাপে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমি কিছুই জানি না। সাকিব আমার কাছে ছুটি চায়নি। ছুটি মঞ্জুর বহুদূরে, সে এখন পর্যন্ত ছুটির আবেদনই করেনি।’

অন্যদিকে গতকাল দেশে ফেরত যাওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজের সাথে আলাপে জানান, ‘এসব গুজব ও ভিত্তিহীন খবর। আমি কাল অনেক রাতে দেশে ফিরেছি। আর দুপুরের পর ঘুম থেকে উঠে জাগো নিউজ২৪.কম আর দ্য সান ছাড়া কোন সংবাদ মাধ্যমের সাথে কথাই বলিনি। আমাকে উদ্ধৃত করে নিউজ করার তাই প্রশ্নই আসে না। আমি কারো সাথে কথাই বলিনি। বলার সুযোগও ছিল না। কারণ আমি কাল দীর্ঘ সময় লন্ডন থেকে ঢাকার ফ্লাইটেই ছিলাম।’

নান্নু আরও যোগ করেন, ‘রিপোর্টটি আরও একটি বিশেষ কারণে অসম্পূর্ণ ও ভুল। তা হলো আমি কোনো ক্রিকেটারকে ছুটি দেয়ার এখতিয়ার রাখি না। সাধারণত এসব বড় ও সিনিয়র ক্রিকেটারদের ছুটির বিষয়টি সরাসরি বোর্ডপ্রধান পাপন ভাই (নাজমুল হাসান) দেখেন। ছুটির আবেদন করতে হয় সিইও বরাবরে। কাজেই আমার ছুটি দেয়া না দেয়ার প্রশ্নই আসে না। আমি এ বিষয়ে কিছু জানিও না।’

নান্নুর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, আপনি ক্রিকবাজকে নাকি বলেছেন, সাকিব হজ করতে যাবে, তাই নাকি শ্রীলঙ্কা সফর যেতে পারবে না। সে প্রসঙ্গে আপনার ব্যাখ্যা কি? নান্নু বলেন, ‘আমি বলিনি যে সাকিব ছুটি নিয়ে ফেলেছে (যদিও নান্নু আগে বলেছেন, তিনি জাগো নিউজ আর দ্য সান ছাড়া আর কারো সাথে কথা বলেননি। কিন্তু পরে জানান, ক্রিকবাজের সঙ্গেও তিনি কথা বলেছেন)। আমি বলেছি সাকিব হয়তো হজ করতে যেতে পারে। তবে হজ তো জুলাইতে নয় আগস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তো ২৫ জুলাই শুরু হয়ে ৭-৮ দিনে শেষ হয়ে যাবে। কাজেই হজের কারণে শ্রীলঙ্কা যেতে পারবে না- এমন কথা আমি বলিনি।’

নান্নু আরও যোগ করেন, ‘ক্রিকবাজের সাথে আলাপে আমি বলেছি লিটন দাস শ্রীলঙ্কা যেতে পারবে না। কারণ, ২৮ জুলাই তার বিয়ে। এটা আমি বলেছি। তবে সাকিব ক্লান্ত ও অবসন্ন আর হজের কারণে শ্রীলঙ্কা যেতে পারবে না- এমন কথা আমি বলিনি।’

তবে নান্নু ও আকরাম দু’জনারই শেষ কথা, ‘হ্যাঁ, সাকিব যদি বোর্ড প্রধানের কাছে ছুটির আবেদন করেন, সেটা ভিন্ন। তবে আমরা এখনো তেমন কোন খবর পাইনি। আর সাকিব তো এখন দেশেও ফিরবে না। স্ত্রীসহ ঘুরতে যাবে।’

এআরবি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।