শোয়েবের মতে বিশ্বকাপ জিতবে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৭ জুলাই ২০১৯

ইংল্যান্ডে চলমান বিশ্বকাপ প্রায় শেষের পথে। গতকাল (শনিবার) শেষ হয়েছে গ্রুপ পর্বের লড়াই। চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইনআপও। ৯ জুলাই ম্যানচেস্টারে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। একদিন পর ১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এই চার দলের মধ্যে কে জিতবে বিশ্বকাপের শিরোপা এ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সেমিফাইনাল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড চাপ নিতে পারে না। আমি আশা রাখি এবার তারা চোক করবে না; কিন্তু আমি খুব করে চাই বিশ্বকাপটা উপমহাদেশে থাকুক। ভারতই চ্যাম্পিয়ন হবে।’

বিশ্বকাপে ইতিমধ্যে ৫টি সেঞ্চুরি হাঁকিয়ে বর্তমানে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তার প্রশংসায় পঞ্চমুখ সাবেক পাকিস্তানি পেসারও। তিনি বলেন, ‘রোহিত শর্মার দারুণ টাইমিং হচ্ছে, তার শর্ট সিলেকশনও দারুণ। সে যেভাবে খেলাটাকে বুঝে তা অসাধারণ। ভালো দিক হচ্ছে লোকেশ রাহুলও তার কাছ থেকে শিখছে।’

সেমিফাইনালে যেতে না পারলেও নিউজিল্যান্ডের চেয়ে নিজ দেশ পাকিস্তান ভালো খেলেছিল বলে মনে করেন তিনি। শোয়েব বলেন, ‘পাকিস্তান নিউজিল্যান্ডের চেয়ে ভালো খেলেছে। আমার মনে হয় তারা সেমিফাইনাল খেলতে পারতো। কিন্তু নেট রান-রেট এখানে গুরুত্বপূর্ণ হয়ে গেছে।’

এমএইচবি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।