বৃষ্টিতে ভেসে যেতে পারে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৭ জুলাই ২০১৯

বৃষ্টির কারণে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে স্বাগতিক ইংল্যান্ডের। ইতোমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে তারা। আগামী ১১ জুলাই (বৃহস্পতিবার) এজবাস্টনে আসরের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

আবহাওয়ার পূর্বাভাস অবশ্য ইংল্যান্ডকে সুখবর দিচ্ছে না। যদিও সেমিফাইনালে রিজার্ভ ডে এর ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হলেও শুক্রবার মাঠে গড়াবে খেলা। কিন্তু সেদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

দুই দিনই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচ ভেন্যু বার্মিংহামে। যদি কোনোদিনই খেলার ফলাফল না আসে তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।

আইসিসির নিয়ম অনুয়ায়ী যদি ম্যাচের দিন ও রিজার্ভ ডে মিলিয়ে দুই দল কমপক্ষে ২০ ওভার খেলতে না পারে, তাহলে ফাইনাল খেলবে গ্রুপ পর্বে এগিয়ে থাকা দল। যেখানে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয় ও ইংল্যান্ডের অবস্থান তৃতীয়তে।

গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উপরে থাকায় বৃষ্টিতে খেলা মাঠে না গড়ালে ফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। অন্যদিকে আসর থেকে বিদায় নিতে হবে স্বাগতিক ইংল্যান্ডকে। তবে ফাইনালেও যদি খেলা মাঠে না গড়ায় তাহলে ফাইনালের দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

দর্শকদের জন্য অবশ্য চিন্তার কিছু নেই। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে টিকিটের পুরো টাকাই ফেরত পাবেন তারা। আর যদি ১৫ ওভার করে খেলা মাঠে গড়ায় তাহলে টিকিটের টাকার অর্ধেক ফেরত পাবেন দর্শকরা।

এমএইচবি/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।