বড় দল হতে ট্রফি আবশ্যক নয় : সাকিব

আরিফুর রহমান বাবু
আরিফুর রহমান বাবু আরিফুর রহমান বাবু , বিশেষ সংবাদদাতা লন্ডন থেকে
প্রকাশিত: ১২:৪১ এএম, ০৭ জুলাই ২০১৯

২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে ২০১৯ সালের বিশ্বকাপের আগপর্যন্ত ওয়ানডেতে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। যার প্রমাণ মেলে ওয়ানডে র‍্যাংকিংয়েই। নিজেদের চিরায়ত ৯ নম্বর অবস্থান থেকে বাংলাদেশ উঠে গিয়েছিল ৬ নম্বরে। সেখান থেকে এখন লম্বা সময় ধরে ৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

যা প্রমাণ দেয় টাইগারদের ধারাবাহিক উন্নতির। তবু এবারের বিশ্বকাপটা সে অর্থে ভালো যায়নি বাংলাদেশের। ১০ দলের বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে টাইগাররা, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ। সবমিলিয়ে ঝুলিতে জমা পড়েছে মাত্র ৭ পয়েন্ট, বিদায় নিতে হয়েছে প্রথম পর্ব থেকেই।

যে কারণে সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। বিশেষ করে ধারাবাহিকভাবে ভালো খেলেও, তেমন বলার মতো কোনো শিরোপা জিততে পারেনি টাইগাররা। যে কারণে বিশ্ববাসীর কাছে নিজেদের তুলে ধরাও হচ্ছে না সেভাবে, নিয়মিত ভালো খেলার মর্যাদাটাও পাওয়া যাচ্ছে না তেমনভাবে।

তবে বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন ট্রফি না জিতলেও আসলে বড় দল হওয়া যায়। বড় দল হতে হলে ট্রফি জিততেই হবে এমন কোনো আবশ্যকতা নেই বলে মনে করেন টাইগার সহ-অধিনায়ক। উদাহরণ হিসেবে তিনি বলেন ইংল্যান্ড ক্রিকেট দলের কথা।

শনিবার টিম হোটেল ছাড়ার আগে সংবাদমাধ্যমে সাকিব বলেন, ‘(বড় দল হতে হলে) ট্রফি দরকার কি-না সেটা বলা মুশকিল। ট্রফি সব দল পায় না। কিন্তু ট্রফি না পেলেও বড় দল হয়। ইংল্যান্ড তো মনে হয় বিশ্বকাপ জেতেনি, তবু ওরা বড় দল। ওরকম একটা কিছু থাকলেও চলে।’

তবে টাইগার সহ-অধিনায়ক মনে করেন বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে না পারায় মানুষের আশা ও প্রশংসার যথার্থ মূল্যায়ন করতে পারেননি তারা। এক্ষেত্রে একটি শূন্যস্থান রয়েই গেছে বলে মনে করেন সাকিব।

তিনি বলেন, ‘আমরা যদি এবার সেমিফাইনাল খেলতে পারতাম... যেভাবে আমাদের নিয়ে সব সাবেক ক্রিকেটার ও বাইরের দেশের মানুষ বলেন, সবাই যেভাবে প্রশংসা করেছে, সেটির যথার্থ মূল্য দিতে পারতাম যদি সেমিফাইনালে খেলতে পারতাম। সেখানেই আমাদের একটি গ্যাপ থেকে গেছে।’

সাকিব আরও বলেন, ‘দিনশেষে, দক্ষিণ আফ্রিকা (অস্ট্রেলিয়ার বিপক্ষে) জিতলে আমরা আট নম্বরে নেমে যাব। ওইভাবে চিন্তা করলে খুবই বাজে ফল। তো আমাদের বাইরের সবাই যেভাবে প্রশংসা করেছে, সেটির যথার্থ মূল্যায়ন হয়তো আমরা দিতে পারলাম না। অনেকেই বলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। কিন্তু ওই মাচে যদি আমরা হেরে যেতাম? ওই ম্যাচ ছাড়াও আমাদের সুযোগ ছিল, সেই সুযোগ আমরা পুরোপুরি নিতে পারিনি।’

এসময় ভক্তস-সমর্থকদের প্রতি সাকিব বলেন, ‘জানি না, ওইভাবে বুঝতে পারছি না, সমর্থকদের নিয়ে কী বলা উচিত। তবে পুরো সময় তারা সমর্থন দিয়েছে, এটির বড় কারণ ছিল পারফরম্যান্স। নির্ভর করে যে পারফরম্যান্স না থাকলে সমর্থন কেমন আসে। এসব বলা খুব ট্রিকি, কোনটা ঠিক বা কোন ভুল।’

এআরবি/এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।