শেষ ম্যাচে গেইলের সামনে ৩ রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৮ এএম, ০৪ জুলাই ২০১৯

এবারের বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি ইউনিভার্স বস খ্যাত ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলের। যার প্রভাব পড়েছে ওয়েস্ট ইন্ডিজের সামগ্রিক পারফরম্যান্সেও। এখনও পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছে তারা। সঙ্গে পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্ট মিলিয়ে তাদের অবস্থান টেবিলের ৯ নম্বরে।

বৃহস্পতিবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ এখনও পর্যন্ত কোনো জয় না পাওয়া আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানো ওয়েস্ট ইন্ডিজ চাইবে এ ম্যাচটা জিতে অন্তত শেষটা ভালো করতে। অন্যদিকে আফগানিস্তানের চাই অধরা জয়।

তবে ম্যাচের ফলাফল যাইহোক না কেন, ৩টি বিশেষ রেকর্ড অপেক্ষা করছে ক্যারিবীয় ব্যাটিং দানব গেইলের সামনে। এখনও পর্যন্ত ৭ ইনিংসে ৩৩.৫৭ গড়ে ২৩৫ রান করেছেন তিনি। হাঁকাননি কোনো সেঞ্চুরি, রয়েছে কেবল ২টি ফিফটি।

আফগানদের বিপক্ষে ম্যাচে গেইল এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেই পেছনে ফেলে দেবেন স্বদেশি কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকে। বিশ্বকাপে স্যার ভিভের সেঞ্চুরি সংখ্যা ৩টি, যা কিনা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ।

ক্রিকেটের বিশ্ব আসরে এখনও পর্যন্ত ২টি সেঞ্চুরি রয়েছে গেইলের। তাই বৃহস্পতিবারের ম্যাচে সেঞ্চুরি পেলেই তিনি ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি ভিভকে, রেকর্ডটিতে লেখাবেন নিজের নাম। তবে এ রেকর্ডটি বেশ কঠিন মনে হলেও, অন্য রেকর্ড ২টি অতোটা নয়।

এখনও পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারে গেইলের মোট রান ১০ হাজার ৩৮৬। তবে এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে তিনি করেছেন ১০ হাজার ৩৩১ রান। ক্যারিবীয়দের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ১০ হাজার ৩৪৮ রান করেছেন আরেক কিংবদন্তি ব্রায়ান লারা। অর্থাৎ আর মাত্র ১৮ রান করলেই লারাকে টপকে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ওয়ানডে রান সংগ্রাহক হয়ে যাবেন গেইল।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ ১২২৫ রান করেছেন লারা। এ রেকর্ড থেকেও খুব দূরে নন গেইল। বিশ্বকাপে তার রানসংখ্যা ১১৭৯। আফগানদের বিপক্ষে ৪৭ রান করলেই লারার এ রেকর্ডটিও চলে যাবে গেইলের দখলে।

এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।