আমার দেখা এই বাংলাদেশই সেরা : শচিন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৩ জুলাই ২০১৯

নিজেদের ইতিহাসের সেরা দল নিয়েই এবার বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ, স্বপ্ন ছিল কমপক্ষে সেমিফাইনাল খেলার। কিন্তু গতকাল (মঙ্গলবার) ভারতের কাছে ২৮ রানে হারের পরে সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। টুর্নামেন্ট থেকে নিশ্চিত হয়ে গেছে বিদায়।

তবে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও সাহসী ক্রিকেট খেলে ঠিকই ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ। টাইগারদের পারফরম্যান্সের প্রশংসা করছেন শচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তিও।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থানটা চোখের সামনেই দেখেছেন শচিন। টাইগারদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন, করেছেন অনেক রেকর্ড। এমনকি খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের কাছে ভারতকে কয়েকবার হারতেও দেখেছেন এই মাস্টার ব্লাস্টার। যার মধ্যে অন্যতম হলো ২০০৭ বিশ্বকাপের লজ্জাজনক হার।

সেই বাংলাদেশকেও দেখেছেন, যারা মাঝেমধ্যে দুই একটি ম্যাচ জিততো। এখন এই বাংলাদেশকেও দেখছেন, যারা বলে কয়ে বড় দলকে হারাচ্ছে। টাইগারদের এই উত্থানের উচ্ছ্বসিত প্রশংসাই করলেন কিংবদন্তি এই ক্রিকেটার।

বাংলাদেশের সর্বশেষ ম্যাচটা ছিল ভারতের বিপক্ষে। স্বভাবতই নিজের দেশের এই ম্যাচটি বাড়তি মনোযোগ দিয়ে দেখেছেন শচিন। যে ম্যাচে শেষপর্যন্ত লড়াই করে হেরেছে টাইগাররা।

মাশরাফি-সাকিবদের এমন পারফরম্যান্স মনে ধরেছে শচিনের। আসর থেকে বিদায় নিলেও বাংলাদেশ এই টুর্নামেন্টে অসাধারণ খেলেছে বলে তিনি মনে করেন। তার মতে, এই দলটাই বাংলাদেশের সেরা দল।

ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শচিন বলেন, ‘বাংলাদেশ এই টুর্নামেন্টে খুব ভালো খেলেছে। শুধুমাত্র একটি ভালো পারফরমেন্স নয় ধারাবাহিকভাবেই ভালো খেলেছে তারা। তাদেরকে কৃতিত্ব দেয়া উচিত। এমনকি আজ (মঙ্গলবার) যদি সেই জুটিগুলো দাঁড়িয়ে যেত, তাহলে এই ম্যাচটা আরো ক্লোজ হয়ে যেতে পারত। আমরা বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড নিয়ে কথা বলছি। আমার দেখা এই বাংলাদেশই সেরা।’

এএইচএস/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।