চোটের কারণে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই অবসরে আফগান পেসার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০১ জুলাই ২০১৯

এবারের বিশ্বকাপে আফগানিস্তান যেন বিধ্বস্ত একটি দলের নাম। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি তারা। ১৯৯২ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের সবচেয়ে বেশি সাত হারের রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ডও গড়েছে তারা।

এক বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি ম্যাচ হারা দল তারা। তবে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রায় জিতেই গিয়েছিলো আফগানরা। ২ বল বাকি থাকতে মাত্র তিন উইকেটে হেরেছে তারা। এই ম্যাচে স্লগ ওভারে ঠিকমতো বল করতে পারলে জয়ী দলের নাম আফগানিস্তান হওয়ার সম্ভাবনাই ছিলো বেশি।

এটাই আফসোস বাড়িয়ে দিয়েছে আফগানিস্তানের ৩২ বছর বয়সী পেসার হামিদ হাসানের। পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। যে কারণে আর বল করতে পারেননি।

বিশ্বকাপ শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন হামিদ। ইনজুরির কারণে আগামী ম্যাচে খেলতে পারবেন না আফগান এই পেসার। এ কারণেই আক্ষেপটা আরো বেশি হামিদের। বিশেষ করে স্লগ ওভারে বল করতে না পারার।

ম্যাচ শেষে হামিদ বলেন, ‘অবশ্যই আমি এই ম্যাচটি দলের জন্য জিততে চাচ্ছিলাম। এই ম্যাচে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলতে নেমেছিলাম এবং খুব ভালো মুডেই ছিলাম। প্রথম ওভারে খুব ভালো বল করেছিলাম এবং এটা ধরেও রাখতে চাচ্ছিলাম। কিন্তু অনুভব করছিলাম, আমার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে।’

নিজের শেষ ম্যাচ বলে বেশ আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন আফগান এই পেসার। তিনি বলেন, ‘ আমি খুব আবেগপ্রবন হয়ে পড়েছিলাম, কেননা দল আমাকে খুব মিস করছিলো। পরিস্থিতি হয়ত পাল্টে যেতে পারতো।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।