ভারত ম্যাচই বদলে দিয়েছে অস্ট্রেলিয়ার বোলিংকে!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পিএম, ৩০ জুন ২০১৯

বিশ্বকাপের আগের একটা বছর খুবই বাজে সময় কেটেছিলো অস্ট্রেলিয়ার। ব্যাটিং কিংবা বোলিং কোনোকিছুই যেন হচ্ছিলো না ঠিকঠাক মতো। ম্যাচেও আসছিলো না জয়; কিন্তু বিশ্বকাপের ঠিক আগেই আবার নিজেদের ছন্দ খুঁজে পায় অসিরা। ব্যাটসম্যানদের পাশাপাশি ফর্মে ফেরেন বোলাররাও।

বিশ্বকাপেও নিজেদের ফর্ম ধরে রেখেছে অসি বোলাররা। বিশেষ করে মিচেল স্টার্ক আছেন দূর্দান্ত ছন্দে। বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ২৪ উইকেট পেয়ে উইকেট শিকারীর তালিকায় সবার উপরে আছেন তিনি। স্টার্ক মনে করেন অসি বোলারদের পরিকল্পনায় পরিবর্তন এনেছে ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটি।

ওই ম্যাচের পর থেকেই মিডল ওভারে উইকেট তুলে নিতে সক্ষম হচ্ছে অসি বোলাররা বলে মনে করেন স্টার্ক। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের পর থেকেই আমরা মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট তুলে নিতে পারছি। আমার মনে হয় আমরা এখন বেশ আক্রমাণাত্মক।’

ওই ম্যাচের পরই অস্ট্রেলিয়ার ব্যাটিং ও বোলিংয়ে পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি। স্টার্ক আরো বলেন, ‘আমার মনে হয় আমরা সবাই ভারতের বিপক্ষে একসাথে অফফর্মে ছিলাম। ওই ম্যাচটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিলো। সে ম্যাচের পর বোলার এবং ব্যাটসম্যান সবাই নিজেদের মধ্যে কথা বলেছি। আমরা ওই ম্যাচের পর দল হিসেবে উন্নতির চেষ্টা করছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পরই অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। তবে এটুকুতেই সন্তুষ্ট নয় অসিরা। খেলতে চায় টুর্নামেন্টের শেষ পর্যন্ত। তবে নিজেদের সামর্থ্যের ঝলক এখনো পুরোটা দেখায়নি বলে জানিয়েছেন অসি পেসার স্টার্ক।’

তিনি আরো বলেন, ‘আমরা সবসময়ই টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাওয়ার ব্যাপারে আলোচনা করছি। আমরা আমাদের সামর্থ্যের ঝলক দেখিয়েছি মাত্র। আমরা ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- তিন বিভাগেই আরো উন্নতির চেষ্টা করছি।’

এমএইচবি/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।