সৌভাগ্যের জার্সি পরেই বাকি তিন ম্যাচ খেলবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৭ জুন ২০১৯

এবারের বিশ্বকাপ প্রথমবারের মতো নতুন এক নিয়ম করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফুটবলের মতো হোম এবং অ্যাওয়ে জার্সি পরে খেলতে হবে প্রায় প্রতিটি দলকে। তবে স্বাগতিক হওয়ায় এই বিশ্বকাপে শুধু হোম জার্সি পরেই খেলতে নামবে ইংল্যান্ড।

আইসিসির এই নিয়মটি ভাগ্য খুলে দিয়েছে শ্রীলঙ্কানদের। কেননা এখনো পর্যন্ত দু’বার অ্যাওয়ে জার্সি পরে খেলতে নেমে প্রতিবারই জয়ের দেখা পেয়ছে লঙ্কানরা। এমনকি এই জার্সি পরেই তারা হারিয়ে দিয়েছে আসরের হট ফেবারিট ইংল্যান্ডকে। তাই হলুদ-নীল রঙের সেই জার্সি টিকেই ‘লাকি’ হিসেবে মানছে দিমুথ করুনারত্নের দল।

বিশ্বকাপে ছয় ম্যাচে দুই জয় ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে যেতে হলে বাকি তিন ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই তাদের হাতে। তাই জয় পাওয়ার জন্য বাকি থাকা সেই ম্যাচগুলোতে ‘লাকি’ জার্সি পরার জন্য আইসিসির কাছে আবেদন করেছে লঙ্কানরা এবং তাদের এই আবেদন মঞ্জুরও করে ফেলে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।

আইসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শ্রীলঙ্কার বাকি থাকা তিন ম্যাচে হলুদ জার্সি পরার জন্য এই আবেদন মঞ্জুর করেছি আমরা। টুর্নামেন্টের শুরু হওয়ার আগে থেকেই প্রত্যকটি দল তাদের বিকল্প জার্সি বাছাই করেছে।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার বাকি তিনটি ম্যাচ হলো, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের সঙ্গে। সবগুলো ম্যাচেই এখন হলুদ-নীল জার্সি পরে খেলবে তারা। যদিও ভারতের বিপক্ষে ম্যাচে এমনিতেই এই জার্সি পরে খেলতে হতো তাদের।

এএইচএস/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।