পরিসংখ্যান বলছে ভারত থেকে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২১ এএম, ২৭ জুন ২০১৯

গতকাল পাকিস্তানের কাছে নিউজিল্যান্ড হেরে যাওয়ায় বিশ্বকাপে এখন একমাত্র অপরাজেয় দল ভারত। সেই সুখস্মৃতি নিয়েই আজ (বৃহস্পতিবার) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বিরাট কোহলির দল। এদিকে আর একটি মাত্র জয় পেলেই সেমিফাইলালের টিকেট নিশ্চিত হবে ভারতীয়দের। সুতরাং, জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না রোহিত-ধোনিরা।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য ঝুলে আছে সুতোর উপর। আজ হারলেই টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায় হবে তাদের। অবশ্য ভারতকে যদি উইন্ডিজরা হারিয়ে দিতে পারে তবেই জমে উঠবে শেষ চার ওঠার লড়াই।

এই দুটি দল মাঠে নামার আগে চলুন এক নজরে দল দুটির মুখোমুখি লড়াইয়ের বেশ কিছু পরিসংখ্যান দেখে নেয়া যাক :

১. ওয়ানডেতে মুখোমুখি ১২৬ দেখায় ভারতের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ৫৯ জয়ের দেখার বিপরীতে উইন্ডিজদের জয় ৬২ ম্যাচে। বাকি ৫ ম্যাচের ৩টি ফলহীন, ২টি টাই।

২. বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় এগিয়ে ভারত। দু'দলের ৮ দেখায় ভারতের জয় ৫ ম্যাচে। আর ক্যারিবীয়দের ৩ ম্যাচে।

৩. দলীয় সর্বোচ্চ :
ভারত : ৪১৮/৫, ইন্দোর, ২০১১
ওয়েস্ট ইন্ডিজ : ৩৩৮/৮, জামশেদপুর, ১৯৮৩

৪. দলীয় সর্বনিম্ন :
ভারত : ১০০/১০, আহমেদাবাদ, ১৯৯৩
ওয়েস্ট ইন্ডিজ : ১০৪/১০, থিরুভানাথাপুরাম, ২০১৮

৫. সর্বোচ্চ ব্যক্তিগত রান :
বিরাট কোহলি - ১৮৪০ রান
ডেসমণ্ড হেইন্স - ১৩৫৭ রান

৬. সেরা ইনিংস :
বীরেন্দ্র শেবাগ - ২১৯ রান
ডেসমণ্ড হেইন্স - ১৫২* রান

৭. সর্বোচ্চ ব্যক্তিগত উইকেট :
কপিল দেব - ৪৩ উইকেট
কোর্টনি ওয়ালস - ৪৪ উইকেট

৮. সেরা বোলিং :
অনীল কুম্বলে - ৬/১২
প্যাট্রিক প্যাটারসন - ৬/২৯

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।