সাকিবময় ম্যাচে রেকর্ড গড়েছেন মুশফিকও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০০ এএম, ২৫ জুন ২০১৯

ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে নিয়ে সংশয় ছিল না কখনোই। দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই তাকে স্বীকৃতি দেন সবাই। কিন্তু উইকেটরক্ষক মুশফিককে নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই। উইকেটের পেছনে গ্লাভসজোড়া হাতে মাঝে মধ্যেই ভুল করে বসেন তিনি।

সে জন্য অনেকেরই চাওয়া উইকেটের পিছন থেকে সরে এসে কেবল ব্যাটসম্যান হিসেবেই খেলুক মুশফিক। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে সবসময়ই ছিলেন অটল। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বও পালন করতে চেয়েছেন।

এবার এ দুই বিভাগ মিলিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন মুশফিক। বিশ্বকাপ ইতিহাসে এখনো পর্যন্ত ৮০০'র বেশি রান ও ২৫ এর বেশি ডিসমিসাল আছে তিনজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের। যাদের মধ্যে একজন মুশফিকুর রহীম।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৮৩ রানের ইনিংস খেলার পথে ৪৬ রানের সময়ই বিশ্বকাপে ৮০০ রান পূরণ করেন মুশফিক। সোমবার গ্লাভস হাতে তিনটি ডিসমিশালও করেন তিনি। আফগান ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরানকে করা স্টাম্পিংটি ছিলো মুশফিকের বিশ্বকাপের ২৫তম ডিসমিসাল। বিশ্বকাপে এখন পর্যন্ত তার মোট রান ৮৩৭, ডিসমিসাল ২৬ টি।

তার আগে আরও দুইজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের এমন কৃতিত্ব রয়েছে। অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্ট ও শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এর আগে এমন কীর্তি গড়েছিলেন।

বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে ৩৬.১৭ গড়ে গিলক্রিস্ট করেছিলেন ১০৮৫ রান। কিপিং গ্লাভস হাতেও ৪৫ ক্যাচ নেওয়ার পাশাপাশি ৭টি স্টাম্পিং করেছিলেন সাবেক এই অসি কিংবদন্তি। এক ম্যাচে সবচেয়ে বেশি ৬ ক্যাচ ও ৬ ডিসমিসাল তার।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আরেক কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বিশ্বকাপে ৩৫ ম্যাচ খেলে ৫৬.৭৪ গড়ে ১৫৩২ রান করেন। উইকেরক্ষক হিসেবে ৪১ ক্যাচ ও ১৩ টি স্টাম্পিং করেছিলেন তিনি। এক ম্যাচে সর্বোচ্চ ৩ ক্যাচ ও ৪ ডিসমিসাল আছে সাঙ্গাকারার।

এমএইচবি/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।