গতবার ২৩৭, এবার গোল্ডেন ডাক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২৩ জুন ২০১৯

 

নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসার নাম মার্টিন গাপটিল। তবে বিশ্বকাপে এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ওপেনার। প্রথম ম্যাচে শ্রিলঙ্কার বিপক্ষে অপরাজিত ৭৫ রান করার পর বাকি তিন ম্যাচে নিষ্প্রভ ছিলেন এই ব্যাটসম্যান।

ওল্ড ট্রাফোর্ডে আজ আশা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের ফোয়ারা ফোটাবেন গাপটিল। কেননা গত ২০১৫ বিশ্বকাপে এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই ডাবল সেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত অপরাজিত ২৩৭ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান।

তবে আজ গাপটিলের সেই আশায় গুড়েবালি ঢাললেন উইন্ডিজ পেসার শেলডন কটরেল। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বোলার।

ফলে নামের পাশে গোল্ডেন ডাকের খ্যাতি নিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় কিউই ব্যাটসম্যানকে। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল্ডেন ডাক। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও গোল্ডেন ডাক মারেন তিনি।

এএইচএস/এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।