ট্রেন্টব্রিজে ঐচ্ছিক অনুশীলনে টিম বাংলাদেশ

আরিফুর রহমান বাবু
আরিফুর রহমান বাবু আরিফুর রহমান বাবু , বিশেষ সংবাদদাতা নটিংহ্যাম থেকে
প্রকাশিত: ১১:০২ পিএম, ১৯ জুন ২০১৯

আকাশে সূর্য নেই, বরং মেঘে ঢাকা। তবে বৃষ্টি নেই। মাঝেমধ্যে দু'চার ফোটা পড়লেও পরক্ষণেই থেমে যাচ্ছে। তার মধ্যেই সকালে অস্ট্রেলিয়ানরা অনুশীলন করে গেছে। তারপর স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) শুরু হলো বাংলাদেশ দলের প্র্যাকটিস।

অনুশীলনে নামার অল্প সময় আগে প্রেস কনফারেন্সে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়ে দিলেন, 'আজ আমাদের ঐচ্ছিক অনুশীলন। যার মনে হয়েছে, এসেছে। যার মনোবল আছে, মানসিক প্রস্তুতিটা ঠিক আছে সে আসার প্রয়োজন মনে করেনি।'

পরে মাঠের প্র্যাকটিসে দেখা গেল পঞ্চপান্ডবের মধ্যে শুধু তামিম ইকবালই আসেননি। তিনি বিশ্রামে ছিলেন টিম হোটেলে। সাধারণত ম্যাচের আগেরদিনের অনুশীলনটা বেশ গুরুত্বের সঙ্গে নিলেও, আজ অনুশীলন করেননি। হয়তো আগের ম্যাচে নিজের মতো করে খেলে ৪৮ রান করায় ফুরফুরে মেজাজেই রয়েছেন তিনি।

তবে অধিনায়ক মাশরাফি ছিলেন অনুশীলনে। ট্রেন্টবিজের নেটে বোলিংও করলেন। সাকিব, মুশফিক আর মাহমুদউল্লাহও চুটিয়ে প্র্যাকটিস করলেন। মুশফিক এক কোণে স্পিন বোলিংয়ের বিপক্ষে কিপিং অনুশীলনটা সাড়লেন।

এআরবি/এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।