ফিঞ্চকে ছাড়িয়ে ফের শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পিএম, ১৭ জুন ২০১৯

এ যেনো চলছে ইঁদুর খেলা। প্রতি ম্যাচেই বদলে যাচ্ছে শীর্ষ রান সংগ্রাহকের তালিকা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এক নম্বরে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় তিনি নেমে যান তালিকার পাঁচে।

তবে নিজের শীর্ষস্থান ফিরে পেতে সময়ই নিলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেই ফের উঠে গেলেন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে।

বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রেখে সাকিব আল হাসান ব্যাট করছেন ৮৭ রানে। এরই মধ্যে ছাড়িয়ে গেছেন এক নম্বরে থাকা অ্যারন ফিঞ্চকে। অস্ট্রেলিয়ার সবশেষ ম্যাচে ১৫৩ রানের ইনিংস খেলে ফিঞ্চের রান হয়েছিল ৩৪৩।

ক্যারিবীয়দের বিপক্ষে ৮২ থেকে চার মেরে ৮৬ রানে পৌঁছার পথে সাকিবের রান হয়ে যায় ৩৪৬। ফলে ছাড়িয়ে যান ফিঞ্চকে। ৩৪৩ রান করতে ফিঞ্চ ৫ ইনিংস খেললেও, মাত্র ৪ ইনিংসেই ৩৪৭ রান করে ফেলেছেন সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০০ রান। শেষের ২১ ওভারে জয়ের প্রয়োজন ১২১ রান। সাকিব ৮৭ ও লিটন খেলছেন ১৮ রান নিয়ে।

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

১. সাকিব আল হাসান - ৪ ইনিংসে ৩৪৬*
২. অ্যারন ফিঞ্চ - ৫ ইনিংসে ৩৪৩
৩. রোহিত শর্মা - ৩ ইনিংসে ৩১৯
৪. ডেভিড ওয়ার্নার - ৫ ইনিংসে ২৮১
৫. জো রুট - ৪ ইনিংসে ২৭৯

এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।