সরফরাজকে ‘নির্বোধ অধিনায়ক’ বললেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৭ জুন ২০১৯

বিশ্বকাপ এলেই যেন ভারতের কাছে অসহায় শিশু হয়ে যায় পাকিস্তান। রোববারের ম্যাচে আরও একবার তার প্রমাণ দেখা গেল। আরও একবার বড় মঞ্চে টিম ইন্ডিয়ার কাছে নাকাল হলো আনপ্রেডিক্টেবলরা। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে ডাকওয়ার্থ লুইসে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছে সরফরাজের দল।

পাকিস্তানের এমন পরাজয়ে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা। এই হারের জন্য দলনেতা সরফরাজকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মতে, ভারতের বিপক্ষে নির্বোধের মতো অধিনায়কত্ব করেছেন সরফরাজ।

ভারতের বিপক্ষে হার নিয়ে শোয়েব আখতার বলেন, ‘আমি বুঝতে পারছি না কীভাবে একজন অধিনায়ক এতটা নির্বোধ হতে পারে। সে কি জানে না, আমরা রান তাড়া করে খেলতে খুব একটা দক্ষ নই! উইকেটের চারদিকে পুরোটা শুষ্ক ছিল, ভেজা নয়। সে কি জানতো না যে আমাদের শক্তিটা বোলিংয়ে, ব্যাটিং নয়?’

ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার উপদেশ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সেই পরামর্শ কানে না লাগিয়ে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। তাতেই ক্ষেপে যান শোয়েব। তার মতে, প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে মূর্খতার পরিচয় দিয়েছেন সরফরাজ।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘আপনি টস জিতেছেন তার মানে অর্ধেক ম্যাচ আপনি জিতে গেছেন। কিন্তু আপনি কি করলেন? আপনি চেষ্টা করতে থাকলেন, যাতে আমরা ম্যাচটা না জিতি। আবারো সেই নির্বোধ অধিনায়কত্ব এবং একদম বাজে ম্যানেজম্যান্ট।’

শোয়েব আরও বলেন, ‘অতীতে আমাদের রান তারা করার খুব একটা ভালো ইতিহাস নেই। ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, সাইদ আনোয়ার, শহীদ আফ্রিদি এসব বড় বড় ব্যাটসম্যানদের নিয়ে আমরা ১৯৯৯ বিশ্বকাপ খেলেছি এই মাঠে। কিন্তু ২২৭ রানই তাড়া করতে পারিনি। সুতরাং যখন আপনি সুযোগ পেয়েছেন টস জেতার, অবশ্যই আগে ব্যাটিং করা দরকার ছিল।’

এএইচএস/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।