ম্যাচের মাঝেই ভুবনেশ্বরকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১০ পিএম, ১৬ জুন ২০১৯

ভারত-পাকিস্তান মহারণে শুরুতে ব্যাট করে বড় সংগ্রহই গড়েছিলো ভারত। শুরুতে ব্যাট করে পাকিস্তানকে ৩২৮ রানের টার্গটে দিয়েছে তারা। শুরুতে পাকিস্তানি ওপেনার ইমাম-উল হকের উইকেট তুলে নিয়ে শক্ত অবস্থানেও আছে ভারত।

তবে তাদের জন্য দুঃসংবাদ এসেছে পাকিস্তানের ইনিংসের শুরুতেই বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভারতীয় পেসার ভুবেনেশ্বর কুমার। যেই চোটের কারণে আর এই ম্যাচে আর বোলিং করতে পারবেন না তিনি।

পাকিস্তানের ইনিংসের ৫ম ওভারে ব্যক্তিগত তৃতীয় ওভার করতে আসেন ভুবনেশ্বর। চতুর্থ বল করতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে ভুবির। সাথে সাথেই মাঠ ছেড়ে উঠে যান তিনি।

সে সময়ে তার খেলা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও পরে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট জানায় এই ম্যাচে আর বল করতে পারবেন না তিনি। ফলে একজন বোলার কমে গেল ভারতের।

তার বাকি থাকা দুই বল করতে এসে অবশ্য কাজের কাজটি করে গেছেন ধাওয়ানের পরিবর্তে জায়গা পাওয়া বিজয় শঙ্কর। ভুবনেশ্বর কুমারের ওভারের ৫ম বলটি করতে এসেই পাকিস্তানের ওপেনার ইমামের উইকেট তুলে নেন তিনি।

এমএইচবি/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।