ফুটবলের উন্নতির দিনে ক্রিকেট র‍্যাংকিংয়ে দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ পিএম, ১৪ জুন ২০১৯

শুক্রবার সকালে ফিফা র‍্যাংকিংয়ে সুসংবাদ পেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পাঁচ ধাপ এগিয়ে তারা উঠে এসেছিল ১৮৩ নম্বরে। কিন্তু দিন পেরিয়ে রাত আসতেই দুঃসংবাদ পেল জাতীয় ক্রিকেট দল। টানা দুই পরাজয়ের ধাক্কা এসে লেগেছে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও।

বিশ্বকাপের শুরুতে ৭ নম্বরে থাকলেও, পরপর দুই পরাজয় এবং একটি পরিত্যক্ত ম্যাচের কারণে ৮ নম্বরে নেমে গেছে মাশরাফি বিন মর্তুজার দল। ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেও বাংলাদেশকে টপকে ৭ নম্বরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির ১৪ জুনের র‍্যাংকিং আপডেট জানাচ্ছে এ খবর। যেখানে ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। তবে ৭ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজও খুব এগিয়ে নয়। তাদের ঝুলিতে রয়েছে ৮৬ রেটিং পয়েন্ট।

Ranking

এদিকে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বকাপের স্বাগতিক দেশ ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৪। দুই নম্বরে থাকা ভারত, ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে রয়েছে ঠিক ২ পয়েন্টে। এছাড়া তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড, চারে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

আইসিসির সবশেষ ওয়ানডে র‍্যাংকিং:

১. ইংল্যান্ড - ১২৪ রেটিং
২. ভারত - ১২২ রেটিং
৩. নিউজিল্যান্ড - ১১৪ রেটিং
৪. দক্ষিণ আফ্রিকা - ১১১ রেটিং
৫. অস্ট্রেলিয়া - ১০৯ রেটিং
৬. পাকিস্তান - ৯৩ রেটিং
৭. ওয়েস্ট ইন্ডিজ - ৮৬ রেটিং
৮. বাংলাদেশ - ৮৫ রেটিং
৯. শ্রীলঙ্কা - ৭৭ রেটিং
১০. আফগানিস্তান - ৬২ রেটিং

এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।