ভারত-নিউজিল্যান্ডের ম্যাচও পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৩ জুন ২০১৯

বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না ইংল্যান্ড বিশ্বকাপকে। ম্যাচ পরিত্যক্তের বিশ্বরেকর্ড গড়া হয়ে গেছে আগেই। এবার সেটাকেও ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় বিশ্বকাপের এবারের আসরটি।

ট্রেন্ট ব্রিজে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াইটিও গেল বৃষ্টির পেটে। বল মাঠে গড়ানো তো দূরের কথা, টসই হয়নি এই ম্যাচে।

খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা)। কিন্তু বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেও ইতিবাচক কিছু জানাতে পারেননি আম্পায়াররা।

অবশেষে স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে ভারত-নিউজিল্যান্ড দুই দলকে পয়েন্ট ভাগাভাগিই করতে হচ্ছে, ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল।

বর্তমানে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৭ পয়েন্ট নিউজিল্যান্ডের। তারা আছে পয়েন্ট তালিকার এক নাম্বারে। ৩ ম্যাচে ভারতের জয় ২টি, তাদের পয়েন্ট এখন ৫।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।