ভারত-পাকিস্তানের বিজ্ঞাপন দ্বন্দ্বে অতিষ্ঠ সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৩ জুন ২০১৯

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই মানে- এ যেন বিশেষ কিছু! সকলের মধ্যেই কাজ করে চাপা উত্তেজনা। আর স্বয়ং ভারতীয় ও পাকিস্তানিদের কথা নাই বা বলা যাক।

আগামী ১৬ জুন (রোববার) ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এদিকে ম্যাচটি শুরু হতে আরও তিন দিন বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়েছে দুদলের ভক্ত-সমর্থকদের মধ্যে কথার যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু ঢুঁ দিলেই তার দেখা মিলছে।

এদিকে মাঠের লড়াই শুরু হওয়ার আগে সমর্থকদের আরও উস্কে দিচ্ছে দু'দেশের টেলিভিশন চ্যানেলগুলোর বানানো কুরুচিপূর্ণ বিজ্ঞাপন। আর তাতেই নিজের বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় টেনিস খেলোয়াড় ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মীর্জা। রীতিমত তিনি যেন অতিষ্ঠ দু'দেশের এরকম কর্মকাণ্ডে।

চুপ করে থাকতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সানিয়া লিখেছেন, ‘ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে এমনেতেই যথেষ্ট উত্তেজনা ও আগ্রহ রয়েছে মানুষের মধ্যে। শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য এরকম কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বানিয়ে ম্যাচের উত্তেজনা বাড়ানোর কোনো দরকার নেই। এটা শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ। ম্যাচের বাইরে অন্যকিছু হিসাবে যারা দেখতে চান, তাদের জন্য সমবেদনা রইল।’

এর শুরুটা অবশ্য ভারতীয়দের হাত ধরেই। খেলার দিন (রোববার) 'ফাদার্স ডে' বিধায় দিবসটিকে মাথায় রেখেই একটি বিজ্ঞাপন বানায় স্টার স্পোর্টস। পাকিস্তানকে হেয়প্রতিপন্ন করতে সেখানে ভারতকে বাবা এবং পাকিস্তানকে পুত্র হিসেবে দেখানো হয়।

এরপরই পাল্টা জবাব দেয় পাকিস্তান। দেশটিতে এবারের ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচার করছে জ্যাজ টিভি। তারা দেখায়, ভারতীয় ক্রিকেট দলের নীল জার্সি পরে এক ব্যক্তি চায়ের কাপ হাতে বসে আছেন। তার গোঁফ দেখে প্রথমেই মনে পড়ে যাবে অভিনন্দন বর্তমানের কথা। মূলত অভিনন্দন ও ভারতকে বিদ্রুপ করতেই এই বিজ্ঞাপনটি বানানো।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।