ব্রিস্টলের হতাশা কাটিয়ে নতুন উদ্যমে আজই টনটন যাত্রা টাইগারদের
বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারায় অধিনায়ক মাশরাফি, কোচ স্টিভ রোডসসহ বাংলাদেশ দলের সকল ক্রিকেটারই যারপরনাই হতাশ। সেমিফাইনাল খেলার লক্ষ্য পূরণে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ধরেই নিয়েছিলেন সবাই। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় একটি মূল্যবান পয়েন্ট হয়েছে হাতছাড়া। ভক্ত- সমর্থকদের মনে তাই রাজ্যের আক্ষেপ-অনুশোচনা আর হতাশা।
কিন্তু আসরটি বিশ্বকাপ। কোনো রিজার্ভ ডে নেই। আর এমনিতেই ৭ সপ্তাহর আয়োজন। তারপরও প্রতি খেলার মাঝখানে রিজার্ভ-ডে রাখলে পুরো বিশ্বকাপ আয়োজনে সময় লাগত দ্বিগুণ। রাউন্ড রবিন লিগ, সেমিফাইনাল ও ফাইনাল মিলে ৪৫টি রিজার্ভ ডে রাখলে খেলা চালাতে আরও ছয় সপ্তাহর বেশি সময় লাগত। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় তিন মাসের মতো সময় লেগে যেত টুর্নামেন্ট শেষ হতে। বাস্তবে যা সম্ভব নয়। তাই বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে ম্যাচ পরিত্যক্ত হওয়াটা স্বাভাবিক মেনে নিয়েই চলতে হবে।
আর বৃষ্টি তো কাউকে বলে-কয়ে কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে নামে না। যুক্তরাজ্যের আবহাওয়াই এমন। মেঘের মতো ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এই সোনা ঝরা রোদ তো পরক্ষণে ঝিরঝিরে বৃষ্টি। এ কারণে এরই মধ্যে কয়েকটি ম্যাচ পরিত্যক্তও হয়েছে। এটাকে নিয়তি মেনেই দলগুলো খেলছে। টিম বাংলাদেশের জন্যও অবস্থা ভিন্ন নয়।
গতকাল সংবাদ সম্মেলনে কোচ স্টিভ রোডস জনাকীর্ণ সংবাদ সন্মেলনে বলেছেন, 'প্রকৃতির ওপর কারো হাত নেই। কাজেই তা মেনে নিয়েই খেলতে হবে। সামনে আগানোর চিন্তা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘যা আমাদের হাতে নেই, তা নিয়ে বেশি ভেবেও লাভ নেই। আমরা যা করতে পারি, সেটাই লক্ষ্য ও পরিকল্পনা হওয়া উচিৎ। এখন আমাদের লক্ষ্য একটাই- পরের ম্যাচগুলো যতটা সম্ভব ভালো খেলা। এই ভালো খেলার চেষ্টা করাটা আমাদের হাতে। আমরা সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে চেষ্টা করতে পারি। তাতে পারফরম্যান্স উজ্জ্বল হবে। ফলও ভালো হবার সম্ভাবনা থাকবে। কিন্তু বৈরী আর প্রতিকূল আবহাওয়াকে আমরা শত চেষ্টায়ও অনুকূলে আনতে পারবোনা।’
তাই যত দ্রুত সম্ভব এক পয়েন্ট না পাবার আক্ষেপ-অনুশোচনা মুক্ত হয়ে আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচের জন্য প্রস্তুত হবার তাগিদ দিয়েছেন বাংলাদেশ কোচ। এমনকি ওয়েস্ট ইন্ডিজের সাথে সম্ভাব্য লক্ষ্য - পরিকল্পনাও এঁটে ফেলেছেন বাংলাদেশ দ্রোনাচার্য্য।
ভয়ঙ্কর ও ফর্মের তুঙ্গে থাকা ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলই হতে পারেন, এ পরিকল্পনার পথে সবচেয়ে বড় বাঁধা। এই অনুভব ও উপলব্ধি থেকে আন্দ্রে রাসেলকে আটকে রাখার পরিকল্পনাও বাতলে রেখেছেন স্টিভ রোডস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলা টনটনে। এখন মিশন তাই টনটন। আর সে লক্ষ্যেই আজ (বুধবার) স্থানীয় সময় দুপুরে টনটনের উদ্দেশ্যে ব্রিস্টল ছাড়বে টিম বাংলাদেশ। টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আজ ১২ জুন বুধবার বেলা ১টায় ব্রিস্টল থেকে টনটনের পথে বাসযোগে যাত্রা করবে দল। এক থেকে সোয়া ঘণ্টার বাস ভ্রমণ শেষে দুপুর আড়াইটার আগেই হয়ত টনটন পৌঁছে যাবে জাতীয় দলের বহর।
এদিকে গতকাল খেলা না হলেও ক্রিকেটারদের ওপর মানসিক ও শারীরিক ধকল গেছে। আর আজ যেহেতু যাত্রায় কাটবে এক বেলা। আবার এক শহর থেকে অন্য শহরে যাবার প্রস্তুতিও আছ। আজ তাই সারাদিন বিশ্রাম। এমনকি আগামীকাল ১৩ জুনও পুরো দলের ছুটি। অর্থাৎ, আজ ও কাল ছুটির আমেজে সময় কাটবে ক্রিকেটারদের।
দুদিন বিরতি দিয়ে আগামী পরশু ১৪ জুন টনটনের সামারসেট কাউন্টি ক্রিকেট মাঠের কমিউনিটি ক্লিনিকে অনুশীলন করবে টাইগাররা। অবশ্য ক্রিকেটাররা কাল রাত থেকেই শ্রীলঙ্কার সাথে ম্যাচ না হবার আক্ষেপ-অনুশোচনা কাটানোর চেষ্টা করছেন।
‘পঞ্চপান্ডবের ’ অন্যতম সদস্য মাহমুদউল্লাহ কাল রাতের খাবার খেতে গিয়েছিলেন স্থানীয় বাংলাদেশি ও ভারতীয় প্রসিদ্ধ রেস্টুরেন্ট ‘চায়ে পানিতে’।
অন্য সব ক্রিকেটাররাও ছোট ছোট দল বেঁধে বিভিন্ন বাংলাদেশি ও ভারতীয় রেস্টুরেন্টে রাতের খাবার সেরেছেন।
এআরবি/এসএস/এমকেএইচ