ভারতের জার্সি পেয়ে কেঁদে ফেলেছিলেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ এএম, ১২ জুন ২০১৯

ভারতের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। যার মধ্যে ভিন্ন দুই ফরম্যাটে দেশের হয়ে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। দুই বিশ্বকাপেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও তিনি। যুবরাজ সিংয়ে অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করেই ২৮ বছর বিশ্বকাপ না জেতার আক্ষেপ দূর করেছিলো ভারত।

সেই যুবরাজ সিং সোমবার বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এমনকি আইপিএলও আর খেলবেন না তিনি। ভারতের আকাশি-নীল জার্সিতে আর কখনোই দেখা যাবে না তাকে। ক্যান্সার জয় করে যে যুবরাজ ফিরেছিলেন ক্রিকেটের মাঠে। সে যুবরাজ ক্রিকেটকে বিদায় বলেছেন নিজের একার সিদ্ধান্তেই। তার মা শবনম জানিয়েছেন এমনটাই।

যুবরাজের মা বলেন, ‘অবসর নেওয়ার সিদ্ধান্ত যুবরাজের নিজের। তার ক্যারিয়ার খুব ভালো ছিলো। ভারতের হয়ে সে সব বড় শিরোপাই জিতেছে। যা তার জন্য খুব ভালো অর্জন। সে বারবার ভারতকে গর্বিত করেছে। একজন মা এমন ছেলেকে কেবল পিছনে দাঁড়িয়ে সমর্থনই জানাতে পারে।’

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে জায়গা হয়নি যুবরাজের। দলে জায়গা না পেয়ে ভেঙে পড়েছিলেন তিনি। তবে সে বছরই আবার দলে জায়গা ফিরে পান যুবরাজ। বাংলাদেশেই অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। যুবরাজের স্ত্রী হেজেল কিচ জানিয়েছেন এমন তথ্য।

তার স্ত্রী বলেন, ‘একজন স্ত্রী হিসেবে, এই ব্যাপারে তাকে আমার কিছু বলার থাকতে পারে না। অবসরের ব্যাপারে আমার সব রকমের সমর্থন রয়েছে তার প্রতি। তার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমি ক্রিকেট দেখতাম না। যখন সে ২০১৪ সালে আবার ভারতের জার্সিতে সুযোগ পেলো। আমি তখন তাকে কান্না করতে দেখেছি।’

তিনি আরো বলেন, ‘আমি কখনো কিভাবে টিকে থাকতে হবে সে ব্যাপারে জানতাম না। হ্যাঁ, আপনি হয়ত যে কোনো পরিস্থিতিতেই টিকে থাকতে পারবেন। সবাই টিকে থাকার জন্য অনেক কিছুই করে; কিন্তু আমি কখনো যুবরাজকে এ ব্যাপারে চিন্তিত দেখিনি। সে কেবল তার চ্যারিটি চালানোর জন্য টাকা সংগ্রহের চেষ্টা করতো। সে তার চ্যারিটির জন্য অনেক কিছুই করেছে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।