রিজার্ভ ডে কেন নেই? প্রশ্ন বাংলাদেশ কোচের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১২ জুন ২০১৯

শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিত জয় ধরে নিয়েছিল বাংলাদেশ। জয় তো আর বলে-কয়ে আসে না। কিন্তু লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশকেই এগিয়ে রেখেছিল। তারওপর লঙ্কানদের তথৈবচ অবস্থা বাংলাদেশের সম্ভাবনাই বেশি করে ফুটিয়ে তুলেছিল।

কিন্তু ভাগ্যটা আর সহায় থাকলো না। বৃষ্টির কারণে ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হয়ে গেলো বাতিল। টসও হলো না। বল মাঠে গড়ানো তো দুরে থাক। পুরো ম্যাচটা ভেসে গেলো বৃষ্টিতে। নিশ্চিত ২ পয়েন্ট হাতছাড়া হলো বাংলাদেশের। ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। যে কারণে, সেমিফাইনাল খেলার স্বপ্নটাও বাংলাদেশের হয়ে গেলো কঠিন।

ম্যাচ বাতিল হওয়ার কারণে দারুণ হতাশ বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে নিজের হতাশার কথা লুকিয়ে রাখতে পারলেন না। প্রকাশ করে দিলেন। ওই সময়ই এক প্রশ্নের জবাবে উল্টো স্টিভ রোডস প্রশ্ন তোলেন, আইসিসি কেন রিজার্ভ ডে রাখে নাই- তা নিয়ে।

প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন, সূচিতে রিজার্ভ ডে রাখা উচিৎ ছিল? জবাবে স্টিভ রোডস বলেন, ‘হুমম, অবশ্যই আমি মনে করি। দেখুন, যখন আপনি ইংলিশ আবহাওয়া সম্পর্কে জানেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রচুর বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছি। আপনি কখনোই জানবেন না ইংল্যান্ডের এই আবহাওয়ায় কখন বৃষ্টি আসবে। সারা বিশ্বের মানুষই আমাকে জিজ্ঞাসা করছে, আবহাওয়ার অবস্থা কি? বৃষ্টি কি আসবে? আমি তো এ বিষয়ে জানি না।’

বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হচ্ছে, খেলা যাচ্ছে না, অনুশীলন করা যাচ্ছে না। স্টিভ রোডস মনে করেন, আয়োজকদেরও এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে আবহাওয়ার কারণে বেশ সমস্যার মধ্যেই পড়েছি। আমি জানি, লজিস্টিক্যালি এটা আয়োজকদের জন্য বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং একটা বড় একটি সমস্যা।’

এ কারণে ম্যাচের মধ্যে একটা দিন সময় বাড়িয়ে দেয়া (রিজার্ভ ডে রাখা) উচিৎ ছিল। তিনি বলেন, ‘দুই ম্যাচের মধ্যে আমরা যথেষ্ট সময় পাচ্ছি। সুতরাং, এ ধরনের সমস্যা এড়ানোর জন্য (বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হওয়া থেকে বাঁচার) একটা দিন বেশি সময় ব্যায় করতে পারতাম। আমাদের যদি একদিন সময় বেশি নিয়ে ট্রাভেল করতে হতো, তাহলেও সেটা করতাম (তবুও তো ম্যাচটি হতে পারতো)!’

এ সময় মজা করেই আইসিসিকে একটা খোঁচা দিয়ে দিলেন রোডস। তিনি বলেন, ‘আমরা যদি চাঁদে মানুষ পাঠাতে পারি (হাসি), তাহলে কেন রিজার্ভ ডে রাখতে পারিনি? বিশেষ করে, এই টুর্নামেন্টটা যখন একটি লম্বা টুর্নামেন্ট।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।