ভারতের কাছে হারলেও ‘সমস্যা’ দেখছেন না ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১০ জুন ২০১৯

বিশ্বকাপে এবারের আসরটা স্বপ্নের মতো শুরু করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কিউইরা। তাই এরকম পারফরম্যান্সে আত্মবিশ্বাসে টইটম্বুর পুরো দল।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের আগামী ম্যাচ আসরের আরেক ফেবারিট দল ভারতের বিপক্ষে। দুই ম্যাচে জিতে বিশ্বকাপে তারাও আছে দুর্দান্ত ফর্মে। গতকালই (রোববার) অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। তাই তাদের বিপক্ষে ম্যাচে জমজমাট এক লড়াই হবে বলে মনে করছেন সাবেক কিউই ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি।

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ভেট্টোরি বলেন, ‘তিন ম্যাচে তিন জয় পাওয়ায় নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস প্রচুর বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক বড়। আপনি জানেন যে ভারতের সাথে ম্যাচ মানেই আলাদা বাতাবরণ এবং পরিস্থিতি বিবেচনায় সত্যিকারের চাপে পড়তে পারে নিউজিল্যান্ড।’

ভেট্টোরি আরও বলেন, ‘বর্তমানে বিশ্বের সেরা ক্রিকেট দল ভারত এবং বড় পরিমাণের দর্শকদের সামনে খেলাটা সবসময়ই রোমাঞ্চকর।’

ভারতের বিপক্ষে ম্যাচে হারলেও নিউজিল্যান্ডের বিশ্বকাপ পথে কোনো ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন ভেট্টোরি। তাদের বিপক্ষে হার খেলোয়াড়দের পারফরম্যান্স বড় করে বিচার করবে না বলে জানিয়ছেন এই সাবেক স্পিনার।

তিনি বলেন, ‘বেশির ভাগ খেলোয়াড়রাই ভারতের বিপক্ষে উপমহাদেশে খেলে অভ্যস্ত কিন্তু ইংল্যান্ডের মাঠে খেলাটা তাদের কাছে নতুন। এই টুর্নামেন্টে তাদের এসব অভ্যস্ত করার দরকার। যদি তারা সেমিফাইনালে পৌঁছাতে চায়। যেহেতু তারা লম্বা সময় ধরে ভালো খেলে আসছে। ভারতের বিপক্ষে জয় বা হার কোনোটাই তাদের পারফরমেন্সকে আড়াল করতে পারবে না।’

ভারতের বিপক্ষে কিউইদের একাদশ কেমন হতে পারে সেটাও বলে দিলেন ভেট্টোরি। তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড দুজন অলরাউন্ডার নিয়ে খেলতে চায়। কারণ তারা তাদের ব্যাটিং ক্ষমতা বাড়াতে চায়। তাই এমন পারফরমেন্স তাদের কাছে আরো একটি বিকল্প এনে দেয় যে কিভাবে ম্যাচ খেলবে তারা।’

আগামী ১৩ জুন নটিংহামের ট্রেন্টব্রিজে ভারতের বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড।

এএইচএস/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।