কার্ডিফ মিশন শেষে এবার গন্তব্য ব্রিস্টল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২১ পিএম, ০৯ জুন ২০১৯

কার্ডিফের পয়মন্ত ভেন্যু এবার আর সুখস্মৃতি নিয়ে ফিরতে দিল না বাংলাদেশকে। স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো টাইগারদের। তবে যা গেছে, তা তো অতীতই।

বিশ্বকাপে এখনও অনেক কিছুই বাকি রয়ে গেছে বাংলাদেশের। সামনে রাউন্ড রবিন লিগের আরও ৬টি ম্যাচ। পরের ম্যাচটি ব্রিস্টলে ১১ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

কার্ডিফ মিশন শেষ করে মাশরাফি বাহিনীর গন্তব্য তাই এখন ব্রিস্টল। আজ (রোববার) স্থানীয় সময় দুপুর ১২টায় ব্রিস্টলের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। কার্ডিফ থেকে ব্রিস্টল যেতে এক ঘন্টার মতো লাগবে। অর্থাৎ স্থানীয় সময় দুপুর ১টার দিকে ব্রিস্টলে গিয়ে পৌঁছার কথা মাশরাফিদের।

আজ দলের কোনো অনুশীলন নেই, নেই কোনো মিডিয়া সেশন। অর্থাৎ পুরো দল আজকের দিনটা বিশ্রামে থাকবে। যে যার মতো এই দিনটি উপভোগ করবেন।

সামনে এখনও অনেক কাজ বাকি। বড় হারে আত্মবিশ্বাসে ধাক্কা খেলেও ক্রিকেটারদের ফুরফুরে থাকা খুব জরুরী।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।