আবেদন করলেই আউট দিয়ে দেয়া হচ্ছিল : ব্রাফেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৭ জুন ২০১৯

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গতকাল (বৃহস্পতিবার) এবারের বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৫ রানে ক্যারিবিয়দের হারিয়েছে অসিরা। তবে অস্ট্রেলিয়ার জয়কে ছাপিয়ে আলোচনার শীর্ষে এখন এই ম্যাচে আম্পায়ারদের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত।

ম্যাচে মোট পাঁচবার আম্পায়ারদের সিদ্ধান্ত ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) পরিবর্তন হয়েছে। এ ছাড়াও উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল মিচেল স্টার্কের যে বলে আউট হয়েছেন, তার আগের বলটি ছিল বিশাল নো। যা ফাঁকি দেয় আম্পায়ারের চোখ। এ নিয়ে রীতিমত তাই ঝড় উঠেছে বিশ্ব মিডিয়ায়।

চুপ নেই ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররাও। আম্পায়ারদের প্রকাশ্যে একহাত নিতে দেখা গেছে দলটির অলরাউন্ডার কার্লোস ব্রাফেটকে। শাস্তির তোয়াক্কা না করেই তিনি বলেন, 'আমি জানি না আমার কথার জন্য আমাকে জরিমানা করা হবে কি-না। কিন্তু আমি বলতে চাই খুবই হতাশাজনক আম্পায়ারিং হয়েছে ম্যাচে। এমনকি আমরা যখন বল করছিলাম তখন অনেকগুলো ঠিক বলকেও ওয়াইড দেয়া হচ্ছিল।'

ক্যারিবিয় এই অলরাউন্ডার আরও বলেন, 'তিনটি ভুল সিদ্ধান্ত আমাদেরকে ঝুঁকিপূর্ণ জায়গায় ফেলে দিয়েছিল। ড্রেসিং রুমেও যার প্রভাব পড়ে। ২৮০ রানের লক্ষ্য তাড়া করে নেমে ক্রিসকে দ্রুতই হারিয়ে ফেলা- যে কিনা একাই ১৮০ করতে পারে। আমরা দারুণ শুরু চেয়েছিলাম যা তারা ভেঙে দিয়েছে।'

তিনি বলতে থাকেন, 'আমাদের প্যাডে লাগা মাত্রই তারা আঙুল তুলে দিচ্ছিল (আউট)। তবে আমরা যখন বোলিং করেছি তখন তাদের আঙুল নিচেই থাকতো। আমি কোনো প্রযুক্তিবিদ নই। আমি জানি না কেমন এমন হচ্ছিল। তবে আমি লক্ষ্য করে আসছি বেশ কিছু বছর ধরেই আমাদের সঙ্গে এমন হয়ে আসছে।'

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।