বিশ্বরেকর্ড সঙ্গে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে পাকিস্তান
চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত সমান্তরালে রয়েছে এশিয়ার দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলই হেরেছিল নিজেদের প্রথম ম্যাচ। আবার দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে দুই দলই। আর এবার নিজেদের তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে তারা।
শুক্রবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে একে অপরের মুখোমুখি হওয়ার আগে ২ ম্যাচে সমান ২ পয়েন্ট করেই রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ঝুলিতে। তবে ভালো নেট রানরেটের কারণে পয়েন্ট টেবিলে পাকিস্তানের ওপরে রয়েছে শ্রীলঙ্কা।
তাতে অবশ্য আত্মবিশ্বাসে দাগ পড়ার কথা নয় পাকিস্তান ক্রিকেট দলের। কারণ লঙ্কানদের বিপক্ষে নামার আগে তাদের সঙ্গে রয়েছে বিশ্বকাপের অনন্য এক বিশ্বরেকর্ড। যা নেই অন্য কোনো দলের।
ক্রিকেটের বিশ্বমঞ্চে এর আগের ১১টি আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৭টি ম্যাচ খেলেছে পাকিস্তান। জিতেছে সবকয়টিতেই। অর্থাৎ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ের হার শতভাগ। বিশ্বের আর কোনো দলই নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা ৭ ম্যাচ জেতেনি।
১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরে ১৯২ রানের বিশাল ব্যবধানের জয় দিয়ে শুরু, যার শেষটা ২০১১ বিশ্বকাপের ১১ রানের জয়ে। মাঝে ১৯৮৩ সালে ১১ রান, ১৯৮৩ সালেই ৫০ রান, ১৯৮৭ সালে ১৫ রান, ১৯৮৭ সালে ১১৩ এবং ১৯৯২ সালে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে মুখোমুখি অষ্টম লড়াইয়ে নামার আগে, এ পরিসংখ্যান পাকিস্তানকে বাড়তি সাহস দেবে নিশ্চিতভাবেই। তবে একই রেকর্ডের কারণে ভারতের বিপক্ষে ১৬ জুনের ম্যাচে অবশ্য চাপে থাকবে তারাই। কারণ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি পাকিস্তান।
এসএএস