নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ এএম, ০৪ জুন ২০১৯

২০১৭ সালের পর আবারো ভারত সফর করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লম্বা সফরে ভারত যাবে টাইগাররা। আজ এক বিজ্ঞপ্তিতে সেই সফরের সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

সূচিতে প্রকাশ করা হয়েছে, ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ্‌ কোটলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে টাইগাররা। ৭ নভেম্বর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ১০ ই নভেম্বর সিরিজের শেষ ম্যাচ নাগপুর স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৪-১৮ নভেম্বর ইন্দোরে। সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে ২২-২৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।

এখনো পর্যন্ত ভারত সাতবার বাংলাদেশ সফর করলেও তার বিপরীতে বাংলাদেশ মাত্র একবার ভারত সফর করে এসেছে। সেবার মাত্র একটি টেস্ট ম্যাচ খেলতে ভারত গিয়েছিল টাইগাররা। হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে বিরাট কোহলির দলের কাছে ২০৮ রানে বিশাল ব্যবধানে হারে মুশফিকুর রহীমের দল।

এএইচএস/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।