ঈদের আগে ‘ঈদ’ পেল দেশবাসী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা লন্ডন থেকে
প্রকাশিত: ১১:৪৬ পিএম, ০২ জুন ২০১৯

এতকাল ‘ঈদের’ আগে বাঙ্গালীর বিশ্বকাপ ভাগ্যটা ভাল ছিল না। ২০০৩ সালের বিশ্বকাপে ঠিক ঈদ উল আজহার আগের রাতে দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দেশ কানাডার কাছে অপ্রত্যাশিত হারে ঈদ আনন্দ মাটি হয়ে গিয়েছিল বাঙালির।

খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন, অলক কাপালি, আল শাহরিয়ার রোকন আর মাশরাফি বিন মর্তুজারা মনের দুঃখে ঈদের নামাজ না পড়ে ডারবান ছেড়ে চলে গিয়েছিলেন পরের ম্যাচের ভেন্যুতে ভেন্যুতে।

তবে এবার মানে আজ ঘটলো উল্টো ঘটনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঈদ উল ফিতর বা রোজার ঈদের আনন্দকে দ্বিগুণ করলো মাশরাফির দল।

চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে রোজার ঈদ। সম্ভাব্য ৫ বা ৬ মে’তে হবে সেটি। তবে তার আগেই বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে ঈদের আনন্দ পেলো দেশবাসী। এ যেন ঈদের আগে আরেকটি ঈদ।

কেনিংটন ওভালে প্রোটিয়াদের বিপক্ষে ২১ রানের জয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমের হাফসেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৩০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পরে দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানে আটকে রেখে জয় তুলে নেয় মাশরাফি বাহিনী।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন রাখা হলে টাইগার অধিনায়ক বলেন, 'ঈদ তো অবশ্যই আমাদের জীবনে অনেক বড় ভূমিকা রাখে। তবে আমরা বিশ্বকাপের কারণে সেভাবে ঈদটা মাথায় রাখতে চাই না। যদিও আমাদের কয়েকজনের পরিবার এরই মধ্যে চলে এসেছে, আরও কয়েকজনের পরিবারও শীঘ্রই চলে আসবে।'

এআরবি/এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।