ক্রিকেট ইতিহাসের বিরল এক রেকর্ডের মালিক হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০২ জুন ২০১৯

মাত্র একটি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগেই জানা ছিল, আর মাত্র একটি উইকেট পেলেই ক্রিকেট ইতিহাসের বিরল এক রেকর্ডের মালিক হবেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার খুব বেশি সময় নিলেন না।

নিজের পঞ্চম ওভারে এসেই উইকেটের দেখা পেলেন সাকিব। এইডেন মার্করামকে পরিষ্কার বোল্ড আউট করলেন। আর তাতেই ওয়ানডেতে ২৫০ উইকেট হয়ে গেল বিশ্বসেরা অলরাউন্ডারের।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে পাঁচ হাজারের বেশি রান এবং ২৫০ উইকেট রয়েছে কেবল চারজনের। সেই তালিকায় পঞ্চম ক্রিকেটার হিসেবে নাম লেখালেন সাকিব।

সাকিবের আগে পাকিস্তানের আবদুল রাজ্জাক (২৩৪ ম্যাচ), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২৯৬ ম্যাচ), পাকিস্তানের শহীদ আফ্রিদি (২৭৩ ম্যাচ) এবং শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া (৩০৪ ম্যাচ)- এই চারজনই কেবল ওয়ানডে ক্রিকেটে আড়াইশ’র বেশি উইকেট এবং ৫ হাজারের বেশি রান করার কৃতিত্ব দেখাতে পেরেছেন।

তবে এই চারজনের মধ্যে সবার চেয়ে এগিয়ে সাকিব। চারজনের তুলনায় দ্রুততম সময়ের মধ্যে এই উচ্চতায় পৌঁছেছেন তিনি। ক্যারিয়ারের মাত্র ১৯৯তম ওয়ানডেতেই এই রেকর্ডের চূড়ায় উঠেছেন বাংলাদেশের গর্ব।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।