সাকিবের ৭৫’ময় ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০২ জুন ২০১৯

এ যেন চেনা সাকিব। ভক্তরা যার নাম দিয়েছেন ‘রেকর্ড আল হাসান’। পুরানো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ায় যার জুড়ি নেই। ব্যাট আর বল হাতে প্রতিনিয়ত গড়ে যাচ্ছেন অসংখ্য সব রেকর্ড। আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে কেবল ব্যাট হাতেই গড়ে ফেলেছেন বেশ কয়েকটি রেকর্ড।

প্রথমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। এরপর বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিফটির রেকর্ড গড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে গড়েন আরো একটি রেকর্ড। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির মালিক এখন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম।

এই ম্যাচে ৮৪ বলে ৭৫ রান করে ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে যান সাকিব। কাকতালীয়ভাবে সাকিবের জার্সি নম্বরও ৭৫, এই ম্যাচে ৭৫ নিয়ে ঘটেছে আরো একটি ঘটনা। আজকে সাকিবের ৭৫ রানের এই ইনিংসটি আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৭৫তম অর্ধশত রানের ইনিংস।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।