দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরা পারফরমার কিন্তু সাকিবই!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ এএম, ০২ জুন ২০১৯

সাকিব আল হাসান- বাংলাদেশ দলের নিউক্লিয়াস বলা হয়। দেশসেরা তো বটেই বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব রয়েছে তার। বড় ম্যাচগুলোতে তার জ্বলে ওঠাও জুরি মেলা ভার। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ (রোববার) দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ। সন্দেহাতীতভাবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আজ তাই সাকিবের কাছ থেকে একটু বেশি কিছুই চাইবেন।

দলপতির বেশি কিছু চাওয়াটা দোষেরও কিছু নয়। কারণ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে সফল পারফরমার কিন্তু সাকিবই। ব্যাটে-বলে সমানভাবে প্রোটিয়াদের বিপক্ষে উজ্জ্বল এই বাঁহাতি ক্রিকেটার।

এবার একনজরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পরিসংখ্যানগুলোর পাশাপাশি সাকিবের রেকর্ডগুলোতে একটু চোখ আওড়ানো যাক :

১. বিশ্বকাপে এ পর্যন্ত মুখোমুখি ৩ দেখায় দক্ষিণ আফ্রিকার ২ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১টিতে।

২. আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মোট ২০ বার মুখোমুখি হয়েছে। এখানেও জয়জয়কার প্রোটিয়াদের। বাংলাদেশের মাত্র ৩ জয়ের বিপরীতে তাদের জয় ১৭ ম্যাচে।

৩. ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে, ২০০৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম মুখোমুখি হয়েছিল এ দুই দল। ওই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ৯৩ রান করে ৯ উইকেটে হেরেছিল টাইগাররা।

৪. দলীয় সর্বোচ্চ :
বাংলাদেশ ২৭৮/৮, কিম্বার্লিতে-২০১৭
দক্ষিণ আফ্রিকা ৩৬৯/৬, ইস্ট লন্ডনে- ২০১৭

৫. দলীয় সর্বনিম্ন :
বাংলাদেশ ৭৮/১০, মিরপুরে-২০১১
দক্ষিণ আফ্রিকা ১৬২, মিরপুর- ২০১৫

৬. সর্বোচ্চ রান সংগ্রাহক :
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩২২ রান
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) ৫৭২ রান

৭. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস :
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ১১০, কিম্বার্লি-২০১৭
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ১৭৬, পার্ল-২০১৭

৮. সর্বোচ্চ উইকেট শিকারি :
রুবেল হোসেন (বাংলাদেশ) ১২ উইকেট
সাকিব আল হাসান (বাংলাদেশ) ১২ উইকেট
মাখায়া এন্টিনি (দক্ষিণ আফ্রিকা) ১৮ উইকেট

৯. সেরা বোলিং ফিগার :
রুবেল হোসেন ৪/৬২, কিম্বারলি-২০১৭
কাগিসো রাবাদা ৬/১২, মিরপুর- ২০১৫

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।