কোহলির বার্তায় সমালোচনার মুখে গুগল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৭ এএম, ০২ জুন ২০১৯

বিশ্বের জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি। তার ওপর ভরসা রেখেই ইংল্যান্ড বিশ্বকাপে জেতার আশা করছে ভারতের সমর্থকরা।

কিছুদিন আগেই দর্শকদের বিশ্বকাপে দলকে সমর্থন করার জন্য গুগল ডুয়োর মাধ্যমে ভিডিওবার্তা দেন এই ডানহাতি ব্যাটসম্যান।

সে ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আমাদের শুভ কামনা জানানোর জন্য ধন্যবাদ এবং গুগল ডুয়োর মাধ্যমে উৎসাহ দিতে থাকুন ভারতকে।’

তবে এই ভিডিও ছেড়ে সমালোচনার মুখে পড়েছে গুগল। ভারতের জন্য হলেও ভিডিও তাদেরকে না পাঠিয়ে অন্য সব দেশের ইউজারদের কাছে পাঠিয়ে দিচ্ছে তারা।

ভিডিওটিকে একটি বিজ্ঞাপন ভাবা হলেও তাদের দাবি এটা শুধুই ভারতের লোকেদের জন্য একটা বার্তা। ভুলক্রমে এটি সবার মাঝে ছড়িয়ে পড়ে।

গুগলের ভাষ্য, ‘এটা কোন বিজ্ঞাপন ছিল না। এটা শুধু ভারতের দর্শকদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্যই এই ভিডিওটি করা হয়েছিল যাতে করে তারা ডুয়োর আগামী প্রচারের জন্য অংশগ্রহণ করে।’

২০১৯ সালের মার্চ থেকে গুগলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।

এএইচএস/এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।