আগামী বছর পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ এএম, ০২ জুন ২০১৯

২০০৯ সালের মার্চে শ্রীলংকা ক্রিকেট দলের উপর হামলার ঘটনার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক রকম নির্বাসিত হয়েছিলো পাকিস্তান।

পরে টেস্ট খেলুড়ে দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পাশাপাশি সফর করেছে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নারী ও বয়সভিত্তিক দল।

এসব দলের সফরের পরও পুরোপুরি নির্বাসন কাটাতে পারেনি পাকিস্তান। তবে এবার বেশ শক্তভাবেই মাঠে নেমেছে পিসিবি।

কয়েকদিন আগেই শোনা গিয়েছিলো আসন্ন এশিয়া কাপের আসর বসবে পাকিস্তানে। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে আগামী ১ বছরের মধ্যেই।

দক্ষিণ আফ্রিকার সফর করার ব্যাপারে জানালেও কতটি ম্যাচ খেলবে তা জানায়নি পিসিবি। তবে ধারণা করা হচ্ছে পাকিস্তান সফরে সংক্ষিপ্ত সংস্করণের এক অথবা দুইটি ম্যাচ খেলবে প্রোটিয়ারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে আগামী ২০২২ সালের মধ্যে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।

এমএইচবি/এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।