রিয়াদ বোলিং করতে পারবেন না, একাদশে বাড়তি স্পিন অপশন কে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা লন্ডন থেকে
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০১ জুন ২০১৯

একাদশ নিয়ে যথারীতি প্রশ্ন ছিল-উইকেট একটু স্লো মনে হচ্ছে কি? আর যদি তাই হয় তাতে করে কি বাংলাদেশ একটু স্বস্তিতে?

মানে ব্যাটিং স্বর্গে বোলাররা হাবুডুবু খাবেন বা শতভাগ ব্যাটিং পিচে বোলিংটা নিয়ে যে একটু হলেও চিন্তা ছিল, তা কি এই মাঠে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড ম্যাচের পর কমেছে?

ধারণা করা হচ্ছে সেই উইকেটেই হবে কালকের ম্যাচ, যেখানে স্পিনাররা খানিক সহায়তা পেয়েছেন। বাংলাদেশও কি অমন আশা করছে?

মাশরাফির জবাব, ‘উইকেট সম্পর্কে আগাম মন্তব্য করা কঠিন। তবে আমি একা নই সবাই বিশ্বকাপ শুরুর আগে যতটা ব্যাটিং স্বর্গে খেলা হবে বলে ভেবে বসেছিলেন, হঠাৎ প্রথম কয়েকটি ম্যাচ দেখে ঠিক তা মনে হচ্ছে না।’

বিশেষ করে দক্ষিণ আফ্রিকা আর স্বাগতিক ইংল্যান্ডের ম্যাচে ওভালের পিচ স্বাভাবিকের চেয়ে খানিক স্লথ ছিল। স্পিনাররা মোটামুটি ফেবার পেয়েছেন। এটা কি বাংলাদেশের জন্য কিছুটা হলেও অ্যাডভান্টেজ কিনা? এসব প্রশ্নর জবাবে মাশরাফির ব্যাখ্যা, ‘হ্যাঁ, ঐ ম্যাচে স্পিনারটা একটু আধটু ফেবার পেয়েছেন। যদি কালকেও সেটা হয়, তবে তা বাংলাদেশের জন্য অবশ্যই স্বন্তির। আমাদের অমন পিচে ভাল করার সুযোগ থাকবে যথেষ্টই।’

যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়, তাহলে কি দলে একজন বাড়তি স্পিনিং অলরাউন্ডার খেলানোর কথা ভাবা হচ্ছে? মাহমুদউল্লাহ রিয়াদ কি বোলিং করতে পারবেন? আর না পারলে বাড়তি স্পিন অপশন হিসেবে কাকে বেছে নেয়া হবে?

মাশরাফির সোজা সাপটা জবাব, ‘আমাদের রিস্ট স্পিনার নেই। মানে কোন লেগস্পিনার, চায়নাম্যান গুগলি বোলার নেই। যা আছে , তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তারপরও উইকেট যদি অমন থাকে, তাহলে আমরা এমন একজনকে বেছে নেব, যে স্পিনটাও চালাতে পারে।’

হাব ভাব ও আকার ইঙ্গিতে মাশরাফি মোসাদ্দেককে খেলানোর কথাই বুুঝিয়েছেন। এটা সাজিয়ে গুছিয়ে বলতে হবে না। রিয়াদ গত সাতদিনে একদিন বল করেছেন। তাতে ব্যথা লেগেছে প্রচুর। তাই হুট করে কাল তাকে বোলিং করানোয় আছে বড় ধরনের ঝুঁকি। মাশরাফি তা নেয়ার বিপক্ষে।

মাশরাফির ভাষায়, ‘যেহেতু দলে সাকিব আর মিরাজের বাইরে স্পেশালিষ্ট স্পিনার আর নেই। তাই আমরা এমন একজনকে খেলানোর কথা ভাবছি যে স্পিনটা পারে, সেই সাথে ব্যাটিংটাও জানে।’

মাহমুদউল্লাহর অবস্থা নিয়ে মাশরাফি বলেন, ‘রিয়াদ অনুশীলনে বোলিং করেছিল, পরে আর পারেনি। বোলিং করলে ওর সিভিয়ার পেইন হচ্ছে। যদি দলের ওইরকম বাজে পরিস্থিতি না হয়, তাহলে সে বল করবে না। সেক্ষেত্রে অতিরিক্ত স্পিনার নেওয়ার কথা আমরা ভাবছি। এই মুহুর্তে পরিষ্কার করা কঠিন তবে আমরা ভাবছি। যদি ভাবতে চাই তাহলে সাত নম্বর পজিশনে ব্যাটিং প্লাস অফ স্পিনার। বাঁহাতি স্পিনার তো নাই। তাই অফ স্পিনিং অলরাউন্ডারের কথা ভাবছি। তবে এখনো নিশ্চিত নয়।’

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।