মাশরাফির পর চোটে পড়লেন তামিমও

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ৩১ মে ২০১৯

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে যেন শুরু হয়েছে ইনজুরির মিছিল। এর আগে চোট পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার এতে যোগ হলো দেশসেরা ওপেনার তামিম ইকবালের নামও।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে মাশরাফির। সেই ম্যাচে বিশ্রামে ছিলেন তামিম। তবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছিলেন তিনি।

আজ (শুক্রবার) ওভালে অনুশীলনেই হাতে আঘাত পেয়েছেন তামিম। কিছুক্ষণ অনুশীলনের পরই মাঠ থেকে ফিজিওর সঙ্গে বেরিয়ে যান তিনি। পরে জানা যায় বাঁ হাতের কব্জির নিচে চোট পেয়েছেন।

তবে তামিমের চোট কতটা গুরুতর অথবা আদৌ তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে পারবেন কি-না সে ব্যাপারে এখনও নিশ্চিত করতে পারেনি বিসিবি।

বাংলাদেশের জন্য দুঃসংবাদ আছে আরও। পিঠের চোটের কারণে আজ অনুশীলনই করতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন। বড় ধরনের শঙ্কা আছে প্রথম ম্যাচে খেলা নিয়ে। বোলিং করতে পারেননি মাশরাফিও। তবে আশার সংবাদ হলো, বোলিংয়ে ফিরেছেন আরেক চোটগ্রস্ত পেসার মোস্তাফিজুর রহমান।

এমএইচবি/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।