আর্চারের বাউন্সারে মাঠের বাইরে আমলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ৩০ মে ২০১৯

ক্যারিবীয় পেসারদের আগ্রাসী মনোভাব এবং উদ্দাম গতি- পুরোটাই রয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ দলের অন্যতম তারকা জোফ্রা আর্চারের মাঝে। যার ছোট্ট একটি উদাহরণ তিনি দেখালেন উদ্বোধনী ম্যাচেই।

আর্চারের বাউন্সারে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। ৩১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতেই আমলার এমন বিদায়ে বড়সড় ধাক্কাই খেয়েছে প্রোটিয়ারা।

ঘটনা দক্ষিণ আফ্রিকার ইনিংসের চতুর্থ ওভারের। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে থাকা জোফ্রা আর্চারের নিখুঁত বাউন্সারটি সরাসরি আঘাত হানে আমলার হেলমেটে।

শুরুতে মনে হচ্ছিল আমলা হয়তো চালিয়ে নিতে পারবেন খেলা। কিন্তু রোজা রেখে খেলতে থাকা আমলা খানিক পরই বুঝতে পারেন এখন আর ব্যাটিং করা সম্ভব নয়।

তাই ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে চলে যান তিনি। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তখন বিনা উইকেটে ১৪ রান, আমলা খেলছিলেন ৮ বলে ৫ রান নিয়ে। তিনি মাঠ ছাড়লে উইকেটে আসেন এইডেন মারক্রাম।

উল্লেখ্য, জেসন রয়, জো রুট, ইয়ন মরগ্যান এবং বেন স্টোকসের ফিফটিতে ৩১১ রানের সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।