টুর্নামেন্টের দ্বিতীয় বলেই উইকেট ইমরান তাহিরের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ৩০ মে ২০১৯

এমন একটি স্বপ্নের ডেলিভারির জন্যই তো অপেক্ষায় থাকে সবাই। সেই স্বপ্নের ডেলিভারিটি যদি এসে যায় ম্যাচের তথা পুরো টুর্নামেন্টেরই দ্বিতীয় বলে, তাহলে তো কথাই নেই।

লন্ডনের কেনিংটন ওভালে (দ্য ওভালে) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।

ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ডু প্লেসি বল তুলে দিলেন স্পিনার ইমরান তাহিরের হাতে। দল পেসারে ভর্তি থাকার পরও একজন স্পিনার দিয়ে বোলিং শুরু করার ডু প্লেসি।

বল করতে নেমে শুরুতেই বাজিমাত করে দিলেন লেগ স্পিনার ইমরান তাহির। প্রথম বলেই ইমরান তাহিরের কাছ থেকে ১ রান নেন ইংলিশ ওপেনার জেসন রয়। স্ট্রাইকে আসেন আরেক ওপেনার জনি বেয়ারেস্ট। সাম্প্রতিক সময়ে তুমুল বিধ্বংসী ব্যাটসম্যান তিনি। তার ব্যাটেই ইংল্যান্ড এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে।

কিন্তু ইমরান তাহিরের প্রথম বল মোকাবেলা করতে গিয়েই পরাস্ত হলেন বেয়ারেস্ট। ইমরান তাহিরের ঘূর্ণি বল বেয়ারেস্টের ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। দ্বিতীয় বলেই উইকেট নিয়ে নিলেন তাহির।

ফ্যাফ ডু প্লেসির টেকটিক্যাল সিদ্ধান্ত শুরুতেই সাফল্য এনে দিলো দক্ষিণ আফ্রিকাকে। ফ্রন্ট ফুটে এসে বলটাকে ঠেকাতে চাইলেন। কিন্তু ব্যাটের বাইরের কানায় চুমু দিয়ে বলটি গিয়ে জমা পড়লো ডি ককের গ্লাভসে। মাত্র ১ রানেই উইকেট হারালো ইংল্যান্ড।

এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৪.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৭। ১৭ রানে ব্যাট করছেন জো রুট এবং ১০ রানে ব্যাট করছেন জেসন রয়।

বিশ্বকাপ প্রথম উইকেট নিয়েছেন যারা

১৯৭৫ : মদন লাল
১৯৭৯: অ্যান্ডি রবার্টস
১৯৮৩: রিচার্ড হ্যাডলি
১৯৮৭: রুমেশ রত্নায়েকে
১৯৯২: ক্রেইগ ম্যাকডারমট
১৯৯৬: ডমিনিক কর্ক
১৯৯৯: ড্যারেন গফ
২০০৩: শন পোলক
২০০৭: উমর গুল
২০১১: শফিউল ইসলাম
২০১৫: নুয়ান কুলাসেকারা
২০১৯: ইমরান তাহির

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।