কারো খারাপ খেলার সুবাদে সুযোগ চান না মোসাদ্দেক
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই ধারণা মিলেছে বিশ্বকাপে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ। দলের টপঅর্ডারের পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টও প্রায় নির্ধারিত। শুধু সাত নম্বর পজিশন নিয়ে হতে পারে অদলবদল।
যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন দুইজন- হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান এবং অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। প্রাথমিকভাবে এগিয়ে থাকবেন সাব্বিরই। হয়তো শুরুর ম্যাচগুলোতে একাদশে থাকবেন তিনি। তার ফর্ম খারাপ গেলে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক।
তবে এভাবে কারো অফফর্মের কারণে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড্ড আপত্তি মোসাদ্দেকের। তিনি চান দলের সবাই ভালো খেলুক এবং নিজের সুযোগ আসলে ভালো খেলতে চেষ্টা করবেন।
রোববার পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হওয়া প্রস্তুতি ম্যাচের পর সংবাদ মাধ্যমে মোসাদ্দেক বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব ভাল কিছু করার। কেউ খারাপ করলে আমি যাব এভাবে ভাবতে চাই না। আমি চাই বাংলাদেশ দল ভালো করুক। যদি আমার সুযোগ আসে আমি চেষ্টা করব। কারণ এক ম্যাচে ১৫ জনের সবাই খেলা সম্ভব নয়।’
এসময় প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় হতাশা ঝরে পড়ে মোসাদ্দেকের কণ্ঠে, ‘এভাবে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়া সত্যিই হতাশার। ম্যাচ খেলার জন্য মাঠে এসেছিলাম আমরা। কিন্তু বৃষ্টির ওপরে কারো হাত নেই সবাই সেটা জানি। খেলাটা হলে আমাদের জন্য ভালো হত।’
তিনি আরও বলেন, ‘তারপরও বলব আমাদের প্রস্তুতি ভালো আছে। আমরা সবশেষ খুব ভালো একটি সিরিজ শেষ করে এসেছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হয়নি তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সামনে ভারতের বিপক্ষে আরেকটা ম্যাচ আছে আমাদের। আর সে ম্যাচটি দিয়ে বিশ্বকাপের আরেকটু প্রস্তুতি নেওয়া যাবে। এখন সে ম্যাচটির জন্য অপেক্ষায় আছি আমরা।’
এসএএস/জেআইএম