ইংল্যান্ডে আশরাফুলের ৫ উইকেট, ব্যাটে রান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২২ পিএম, ২৬ মে ২০১৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ডে ব্যস্ত বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে। জাতীয় দলের সঙ্গে না হলেও, এ মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, খেলছেন কেন্ট ক্রিকেট লিগে।

শনিবার এ লিগের ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন আশরাফুল। ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবের হয়ে সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে বল হাতে নিয়েছেন ৫ উইকেট, ব্যাট হাতে খেলেছেন ৪৭ রানের ইনিংস।

আশরাফুলের এ অলরাউন্ড নৈপুণ্যে ভর করে ১১২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাব। আনুষ্ঠানিক ম্যাচসেরার পুরষ্কার না থাকলেও, শনিবারের ম্যাচটির অঘোষিত সেরা খেলোয়াড় আশরাফুলই।

ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে আশরাফুলের ব্ল্যাকহিথ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে দীপায়ন পল, ৭০ রান আসে তানভির সিকান্দারের ব্যাট থেকে।

চার নম্বরে ব্যাট করতে নেমে আশরাফুল মোকাবেলা করেন ৩৪টি বল। এর মধ্যেই ৪টি চার ও ১টি ছয়ের মারে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া ৪২ রান করেন জর্জ ওয়েলস। সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাবের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭২ রানের।

তারা জবাবে ব্যাট করতে নামলে পড়ে আশরাফুলের স্পিন ঘূর্নিতে। ব্যাট হাতে ৪ নম্বরে নামলেও বোলিংয়ে চলে আসেন তিন নম্বরেই। পুরো ১০ ওভার হাত ঘুরিয়ে ২ মেইডেনের সাহায্যে মাত্র ৩১ রান খরচায় ৫ উইকেট নেন আশরাফুল।

মাত্র ৪১.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাব। বিশাল ব্যবধানে জয় পায় আশরাফুলের ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাব।

আগামী ১ জুন নিজেদের পরের ম্যাচে টুনব্রিজ ওয়েলস ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে আশরাফুলের দল।

সংক্ষিপ্ত স্কোর

ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাব: ২৭১/৬, ৫০ ওভার (পল ৭৬, সিকান্দার ৭০, আশরাফুল ৪৭; ডিক ২/৪৩, বউডেন২/৫০)

সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাব: ১৫৯/১০, ৪১.৪ ওভার (বারবার ৬২, স্ক্লেমার ৪৪, বউডেন ১৭; আশরাফুল ৫/৩১, জাহিদ ২/১২)

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।