‘আমাদের সেমিফাইনালে যাওয়ার অবশ্যই সুযোগ আছে’

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৩ মে ২০১৯

বরাবরই চাপা স্বভাবের একজন, নিজের ব্যাপারে খুব বেশি কথা বলতেও দেখা যায় না তাকে। তবে মাইকের সামনে যতোটা অন্তর্মূখী, ক্রিকেটের বাইশ গজে ঠিক ততোটাই স্বপ্রতিভ বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য-ব্যর্থতার বড় একটা অংশ নির্ভর করবে সাকিব আল হাসানের পারফরম্যান্সের ওপর।

সাকিব নিজেও প্রস্তুত হয়েছেন সেভাবেই। নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সেরাটা ঢেলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার, ‘আমার কাছে যতটুকু করা সম্ভব ছিল এই বিশ্বকাপ খেলার জন্য, আমি সব কিছুই করেছি। এখন বাকিটা তো আল্লাহ’র ওপরে। চেষ্টা থাকবে যেন আমার সর্বোচ্চ দিতে পারি।’

Shakib-Al-hasan

নিজের খেলা কিংবা দলের পারফরম্যান্সের ব্যাপারে সাকিব খুব কম কথা বললেও, সমর্থকদের প্রতি রয়েছে তার বিশেষ কৃতজ্ঞতা। বিশ্বাস করেন এ বিশ্বকাপেও সাপোর্টাররা থাকবেন আগের মতো করেই, ‘সবাই তো সবসময় সাপোর্ট করে, দোয়া করে। ওটাই করতে থাকবে আমি নিশ্চিত। বাংলাদেশের অনেকে যাচ্ছে বিশ্বকাপ দেখতে। অনেকের সাথে দেখা হবে। তারা যেমন সবসময় আমাদেরকে সাপোর্ট করে আসছে, ওভাবেই যেন সাপোর্ট করে- এটাই চাওয়া।’

দেশবাসীর মতো সাকিবও জানেন বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারা হবে বিশেষ অর্জন। সে কাজে আত্মবিশ্বাসের সহিত এগুনোর কথাই বলেন তিনি, ‘যে কোনো কাজে আত্মবিশ্বাস মূল শক্তি, যেটা আমাদের আছে। এবার আমাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ অবশ্যই আছে। তবে কাজটা কঠিন। দেশবাসীর কাছে অবশ্যই দোয়া চাই। আগে যেমন করে দোয়া করেছেন সবাই এবারও তার ব্যতিক্রম কিছু হবে না বলে আশা করছি।’

এসএএস/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।