বিশ্বকাপে আইপিএলের মতো প্লে-অফের দাবি ভারতের!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৩ মে ২০১৯

বিশ্ব ক্রিকেটে বাঁকবদলে আইপিএলের রয়েছে বড় ভূমিকা। টি-টোয়েন্টি ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে এই লিগ। টাকার ছড়াছড়ি আর দর্শকজনপ্রিয়তায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই যে বিশ্বের সেরা ফ্র্যাঞ্জাইজি লিগ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই বলে আইপিএল যতই জনপ্রিয় হোক বিশ্বকাপের চেয়ে নিশ্চয়ই বেশি নয়।

ভারতীয় কোচ তা মানেন কিনা কে জানে! তাহলে কেনো তিনি আইপিএলের মতো বিশ্বকাপেও চাইবেন প্লে-অফ। ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রি মনে করেন, বিশ্বকাপের চেয়ে আইপিএলের প্লে-অফ ফরম্যাটই ভালো। তিনি বিশ্বাস করেন, বিশ্বকাপও অদূর ভবিষ্যতে এই ফরমেটেই হবে।

১৯৮৩ সালে ভারতের হয়ে বিশ্বকাপজয়ী এই সদস্য বলেন, ‘আমি সবসময়ই বলি, আইপিএলের ফরম্যাট সত্যিই দারুণ। কে জানে, অদূর ভবিষ্যতে হয়ত আইসিসিও তা অনুসরণ করবে। কিন্তু এই মুহূর্তে, আমাদের দুর্ভাগা বলা ছাড়া আর কিছুই করার নেই। কারণ এখনও আমরা এটার জন্য প্রস্তুত নই।’

আসন্ন বিশ্বকাপে ভারতের ভালো সম্ভাবনা আছে বলেও মনে করেন ভারতীয় কোচ। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের ভালো সুযোগ রয়েছে। আমাদের দল গত পাঁচ বছর ধরেই ভালো ক্রিকেট খেলছে। আমাদের বিশ্বকাপটা উপভোগ করতে হবে। যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমরাই শিরোপা জিতবো । এবারের বিশ্বকাপের ফরম্যাটও অনেক কঠিন। দলগুলোর মধ্যে এখন ব্যবধানও কমে এসেছে অনেক।’

এমএইচবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।