ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২৩ মে ২০১৯

বিশ্বকাপের আগে আগামীকাল (শুক্রবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আইসিসির প্রস্তুতি ম্যাচ। এর আগে, গতকাল (বুধবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে নামে অস্ট্রেলিয়া।

আর সেই ম্যাচ জিতে নিয়ে নিজেদের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবেই শুরু করল অসিরা। সাউদাম্পটনে উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

টসে হেরে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ তাদের সবক'টি উইকেট হারিয়ে ২২৯ রানের সংগ্রহ পায়। ইনিংস সর্বোচ্চ ৬০ রান আসে কার্লোস ব্রাফেটের ব্যাট থেকে। এ ছাড়াও ওপেনার এভিন লুইস করেন ৫০ রান। সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে থাকা শাই হোপ এদিন ২১ রান করে বিদায় নেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট পকেটে পুরেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান কুল্টার নাইল ও গ্লেন ম্যাক্সওয়েল।

জবাব দিতে নেমে প্রায় ১২ ওভার হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অসিরা। উসমান খাজার ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেলেও ওপেনার ও দলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৪২ এবং স্টিভ স্মিথের ইনিংস সর্বোচ্চ ৭৬ ও শন মার্শের অপরাজিত ৫৫ রানের সুবাদে জয় পেতে বেগ পেতে হয়নি ক্যাঙ্গারুদের।

ক্যারিবীয়দের হয়ে ১টি করে উইকেট শিকার করেন ব্রাফেট, থমাস ও রেইফার।

এসএস/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।